সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
চেষ্টা করছি নিয়মিত আপনাদেরকে পিসি বিষয়ক টিউনউপহার দিতে, আর সেই ধারাবাহিকতায় এই টিউন।
আমরা যারা পিসি ব্যবহার করি তাদের অনেকেই windows xp বা windows 7 ব্যবহার থেকে windows 8/8.1 ব্যবহার করায় বেশি স্বাচ্ছন্দবোধ করি। কারন windows 8/8.1 ব্যবহার করা যেমন সহজ তেমনি এর ইন্টারফেস ও ভালো। কিন্তু এর প্রধান এবং একমাত্র সমস্যা হয় start manu .। windows 7 এর স্টার্ট মেনু access করা সহজ এবং দেখতেও ভাল লাগে। আজ তাই আমি আপনাদের দেখাব কিভাবে windows 8/8.1 এর start মেনু windows xp/7 এর মত করবেন।
প্রথমে আপনাদের এই সফটওয়্যার টি পিসিতে ইন্সটল করতে হবে।
Download Linkঃ
★Click Here to Download
size :5.3MB
তারপর আপনার স্টার্ট মেনুর কাছে গিয়ে right বাটন ক্লিক করে সেটিং এ যাবেন। তারপর windows xp/ windows 7 / windows vista এর যে কোন একটি সিলেক্ট করেন। তারপর দেখেন আপনার পিসির স্টার্ট মেনু আপনার মনের মত হয়ে গেছে।
ভাল থাকবেন সবাই।
The post আপনার পিসির জন্য দারুন একটি স্টার্ট মেনু যুক্ত করুন, না নিলে চরম মিস appeared first on Trickbd.com.