আসসালামু আলাইকুম,আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের কাছে হাজির হয়েছি অসাধারণ একটি softwer নিয়ে হাজির হলাম softwer টির নাম doublekiller এই softwer টি দারা আপনি আপনার কম্পিউটারে যদি হাজারো ছবি বা গান থাকে তাহলে একই ফাইল ভিন্ন ভিন্ন ফোল্ডারে একাধিকবার থাকতে পারে। গানের ক্ষেত্রে এটি বেশী হয়ে থাকে, ফলে অযথা যায়গা নষ্ট হয়। আপনি খুঁজে খুঁজে এই ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলতে গেলে বেশ সময় লাগে। সেক্ষেত্রে আপনি ডাবলকিলার সফটওয়্যারের সাহায্যে সহজেই একই নামের সকল ফাইল খুঁজে বেড় করে মুছে ফেলতে পারেন। সফটওয়্যারটি নিজে থেকেই ডুপ্লিকেট ফাইল খুঁজে বেড় করবে। এরপরে চাইলে সহজে প্রথম ফাইলটি রেখে বাকি ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলতে পারবেন।
~~~~~Download Links~~~~~
★Click Here To Download
যে ভাবে করবেন –
# ডাবল ক্লিক করুন
#Run এ ক্লিক করুন
#Yes ক্লিক করুন
#যে Drive টি থেকে Duplicate ফাইল খুজে বের করবেন সেটি সিলেক্ট করুন
#OK দিন
#আবার Run এ ক্লিক করুন
# ১০০ % কপ্লিট হলে

# ok দিন
Enjoy!
The post ছোট একটি Software দিয়ে এক ক্লিক এ পিসির সকল Duplicate File & Folder ডিলিট করুন। (মেগা টিউন) appeared first on Trickbd.com.