Quantcast
Channel: Software – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 603

ডাউনলোড করে নিন টুইটার লাইট, আর আপনার ইন্টারনেট ডাটা সাশ্রয় করুন!

$
0
0

টুইটার ব্যবহারকারীদের জন্য একটা বিশেষ খবর সেটা হয়তো শিরোনাম দেখে বুঝে গেছেন। যদিও বাংলাদেশে তেমন টুইটার ব্যবহারকারী নেই। তবুও যারা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। বাংলাদেশে এখন থেকে টুইটার লাইট ভার্সন দিয়ে টুইটার ব্যবহার করা যাবে। আমরা সবাই জানি লাইট ভার্সন দিয়ে কম ডাটা খরচে এবং সহজে কোনো ঝামেলা ছাড়া ২জিতেও চালানো যায়। যা আমরা যারা ফেসবুক লাইট ব্যবহার করি তারা জানি। তো নিচে থেকে টুইটার লাইট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
.
টুইটার লাইট ডাউনলোড লিংক – https://­play.google.com/­store/apps/­details?id=com.twitte­r.android.lite
.
টুইটার কোম্পানি প্রথমে টুইটার লাইট সফটওয়্যারটি তৈরি করার পর ফিলিপাইনে পরীক্ষা চালায় এবং কোনো সমস্যা না থাকার কারণে এখন এটি কয়েকটি দেশের জন্য উন্মুক্ত করে দেয়। এটি বাংলাদেশসহ আরো ২৪টি দেশেও এখন ব্যবহার করা যাবে।
.
আর আরেকটি কথা এই টুইটার লাইট সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি ৫.০ ভার্সনের উপর হতে হবে। অর্থাৎ ললিপপ ভার্সন থেকে এর উপরের ভার্সনের হতে হবে। এর নিচের ভার্সনে এই সফটওয়্যারটি সাপোর্ট করবেনা।
.
যাদের টুইটার আইডি আছে তারা আমার টুইটার আইডি ফলো করতে এই লিঙ্কে www.twitter.com/MahbubPathan ক্লিক করুন।


Viewing all articles
Browse latest Browse all 603


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>