মাই ট্র্যাকস্- দিয়ে GPS এর সাহায্যে ব্যবহারকারী তার অবস্থান বা পথ সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে। যার একটি সম্পূর্ণ রিপোর্ট সয়ংক্রিয় ভাবে পাওয়া যাবে। এর সাহায্যে ব্যবহারকারীর সময়(গন্তব্যে যেতে), দূরত্ব, চলার গতি, ক্রমাগত উন্নতি বা elevation ইত্যাদি খুব সহজেই জানতে পারা যায়। দৌড়, হাঁটা, সাইকেল চালানোর ক্ষেত্রে My Tracks সঠিক ও গ্রহনযোগ্য রিপোর্ট দেয়। ভ্রমণ বা ট্র্যাক গুলো শেয়ার করাও খুব সহজ এ অ্যাপ্লিকেশন এর সাহায্যে। রিপোর্ট গুলো অ্যাপ্লিকেশন এর সাহায্যেই Google Docs ও Google Maps এ আপলোড করা যায়। আপলোড হয়ে গেলে, ওখান থেকে প্রাপ্ত লিঙ্ক দিয়েই ফেসবুক ও টুইটার এর মত সাইট গুলোতে অনায়াসে শেয়ার করা যায়।
যা যা লাগবেঃ
১) এনড্রয়েড ফোন (ভার্শন 1.5 ও এর উপরে)
২) 1.1M খালি জায়গা
৩) ইন্টারনেট কানেকশন (১০এমবি, ২০এমবি, ১গিবি ইত্যাদি অফার)
৪) ফোন এ পর্যাপ্ত চার্জ।সবচেয়ে ভাল পারফরমেন্স পাওয়ার জন্য।
আমি ব্যবহার করি Samsung Galaxy Pop GT- s5570 (এনড্রয়েড 2.2 Froyo)
★Click Here to Download
The post My Tracks- এনড্রয়েড মোবাইল ফোনের জন্য একটি অসাধারণ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ নতুন ভার্সন। appeared first on Trickbd.com.