Quantcast
Channel: Software – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 603

[ES File Explorer Trick] যেকোনো ধরণের ফাইল পাসওয়ার্ড প্রটেক্টেড করুন ES File Explorer দিয়ে৷ কেউ কখনো খুলতে পারবেনা

$
0
0

আস্‌সালামু আলাইকুম৷ আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছেন৷ পর কথা হচ্ছে, ট্রিকবিডিতে এটা আমার তৃতীয় পোস্ট৷ আর লেখালেখিতে আমার পূর্ব অভিজ্ঞতার ঝুলি একদম শূণ্য। সুতরাং যদি কোনো ভুল চোখে পরে তাহলে অবশ্যই সুন্দর ভাষায় বুঝিয়ে দিবেন৷

 

আমার আগে রিফাত নামে একজন এই টপিকে একটি পোস্ট করেছিল। কিন্তু তার পোস্টটি সম্পূর্ণ ছিলনা। এবং তার স্ক্রিনশটগুলাও দেখা যায় না। ইচ্ছে করলে এখান থেকে তার পোস্টটি দেখে আসতে পারেন। এজন্যই আমার এই পোস্টটি করা। আর একটি কথা, আমি এই কন্টেন্টটি আরো প্রায় পাঁচমাস আগে তৈরী করেছিলাম। কিন্তু সময়ের অভাবে পোস্ট করা হয়নি। সুতরাং এই হিসেবে আমিই আগে কন্টেন্ট তৈরী করেছি।

 

আপনার যদি খারাপ কমেন্ট করার অভ্যাস থাকে কিংবা আপনি যদি এটি সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন তাহলে সময় নষ্ট করে শুধু শুধু এই পোস্ট পড়ার প্রয়োজন নেই৷

 

আসলে ES File Explorer এমন একটি সফটওয়্যার যার মধ্যে আপনি এন্ড্রয়েডে আপনার প্রয়োজনীয় বেশ অনেক কাজ করতে পারবেন। ইচ্ছে আছে ES File Explorer নিয়ে ধারাবাহিক পোস্ট করার। আমি কিন্তু এটা Apps Review পোস্ট করিনি। সুতরাং কেউ এটাকে Apps Review ভেবে ভুল করবেন না।

যাই হোক; ভূমিকা অনেক বড় করে ফেললাম৷ এবার মূল টপিকে যাই৷ টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আমি দেখাব কি করে ES File Explorer এর মাধ্যমে মোবাইলের যেকোনো ছবি/ভিডিও/ফাইল পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখবেন৷ সাধারনত লকার কিংবা ভল্ট সফটওয়ারের মাধ্যমে ফাইল লক করলে ফাইল মেনেজার থেকে এটার File Extension চেঞ্জ করে দিলেই এটি দেখে ফেলা যায়৷ কিন্তু এটার সুবিধা হচ্ছে যে, এটার File Extension চেঞ্জ করে দিলেও এটাকে দেখে ফেলা সম্ভব না৷

 

তাহলে চলুন কাজ শুরু করে দিই….

ES File Explorer সম্পর্কে জানেনা এমন এন্ড্রয়েড ইউজার পাওয়া দুস্কর। তবুও আমি প্লে স্টোর ডাওনলোড লিঙ্ক দিয়ে দিলাম। প্রয়োজন হলে এখান থেকে থেকে ডাওনলোড করে নিবেন।

এবার স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন৷

 

ES File Explorer এ ঢুকে আপনি যেই ফাইল/ভিডিওটি পাসওয়ার্ড প্রটেক্টেড করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নিচ থেকে থ্রি ডট-এ ক্লিক করুন।

 

Encrypt এ ক্লিক করুন।

 

এখানে প্রথম Password এর ঘরে পাসওয়ার্ড টাইপ করুন৷ তারপর Confirm Password ঘরে আবার পাসওয়ার্ড টাইপ করুন৷ ইচ্ছা হলে Encrypt file name এ টিক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই৷ তারপর OK দিন৷ ব্যস! হয়ে গেল….

 

দেখুন স্ক্রিনশটে

 

আমার ফোনের ফাইল ম্যানেজারে দেখুন ভাইরাসের মতো দেখাচ্ছে

 

দেখুন ভিডিও প্লে হচ্ছেনা…

 

লক করা তো হয়ে গেল৷ এবার খুলবেন কিভাবে??

আবার ঢুকুন ES File Explorer এ৷ তারপর…

 

 

এখান থেকে লক করা ফাইলটি সিলেক্ট করুন৷

 

পাসওয়ার্ড দিয়ে OK করুন৷

 

ব্যস…..!!!!! হয়ে গেল৷

যদি কোনো ভুল কিংবা পোস্টের সাথে অসামঞ্জস্যকর কিছু দেখতে পান অথবা গুরুত্বপূর্ণ কিছু বাদ পরেছে বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই ভদ্র ভাষায় কমেন্ট করে জানাবেন। বিশেষ করে পুরাতন Author রা অবশ্যই কমেন্ট করবেন। অগ্রিম ধন্যবাদ….

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন৷


 

আর হ্যা..!! যাওয়ার আগে একটি হাদীস পড়ে যান৷

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ইসলাম পাঁচ জিনিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে৷

  1. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (স.) তাঁর বান্দা ও রাসূল এই কথার স্বাক্ষ্য দেয়া৷
  2. নামাজ কায়েম করা৷
  3. যাকাত আদায় করা৷
  4. হজ্জ৷
  5. রমজানের রোজা৷

(বুখারী, মুসলিম)


Viewing all articles
Browse latest Browse all 603

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>