আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই অবশ্যই আল্লাহর রহমতে ভাল আছেন।প্রথমেই আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
ক্রিকেটের লাইভ স্কোর দেখুন আপনার মেসেঞ্জারে এটা নিয়ে আজকের পোস্ট।
আমাদের যা করতে হবে:-
(1) Machaao এর ফেসবুক পেজে একটা মেসেজ
দিতে হবে।
এটা হচ্ছে:- Machaao ফেসবুক পেইজের লিংক
পেজে ঢুকুন আর hi লিখে মেসেজ দিন।
সাথে সাথে ওরা এই মেসেজটি দিবে:-
My name is Ganglia. Your new Cricket Assistant. We can send you current score, schedule, spicy news and much more. To start, please type your favorite team or player.……..
এখন আপনি যেকোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম সিলেক্ট করতে পারবেন।একের অধিকও সিলেক্ট করতে পারবেন।উদাহারণ হিসেবে Start Bangladesh লিখে মেসেজ দিলে বাংলাদেশের সকল ইন্টারন্যাশনাল খেলার আপডেট আসবে। যেকোনো দেশের প্রিমিয়াম লিগের আপডেটও আসবে। শুধু লাইভ স্কোর আপডেট না, যে দেশগুলো সিলেক্ট করবেন সে দেশের ক্রিকেট নিউজ গুলোও পাবেন। আরেকটি কথা অাপনারা আপনাদের পছন্দের ক্রিকেট প্লেয়ারকে ফলো করতে পারবেন। তার সকল আপডেট পাবেন।এবার দেখে নিন কিছু প্রয়োজনীয় মেসেজ। কারণ কি লিখলে কি আসবে সেটা তো জানতে হবে।
hi লিখে পাঠালে Machaao এর পেজ থেকে মেসেজ দেয়া শুরু করবে।
Start স্পেস দিয়ে দেশের নাম (যে দেশের আপডেট পেতে চান)
Stop স্পেস দিয়ে দেশের নাম (যে দেশের আপডেট বন্ধ করতে চান)
Mute=যখন আপনার সিলেক্ট করাদেশগুলোর লাইভ আপডেট আসতে থাকবে তখন, কিছুক্ষনের জন্য আপডেট বন্ধ
রাখতে।
পরবর্তীতে আবার আপডেট পাওয়া শুরু করতে hi লিখে Sms করুন।
1 ball=প্রতি বলে বলে আপডেট পেতে,
1 wicket= প্রতি উইকেটের আপডেট পেতে,
1 over=প্রতি ওভারের আপডেট পেতে,
25 runs=প্রতি ২৫ রানের আপডেট পেতে,
10 balls=প্রতি ১০ বলের আপডেট পেতে,
every boundary=প্রতি বাউন্ডারির আপডেট
পেতে,
every six=প্রতি ছক্কার আপডেট পেতে,
player name=প্লেয়ারের আপডেট পেতে,
stop=সকল সেটিং বন্ধ করতে।
আবার নতুন করে স্কোর পেতে hi লিখুন।