Quantcast
Channel: Software – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 603

UDEMY PREMIUM COURSE AUTO ENROLLING BOT 2021

$
0
0

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন.

আজ একটি মজার বট নিয়ে আলোচনা করব,

চলেন শুরু করা যাক……

বুট এর কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কুপন কালেকশন করা, এবং অটোমেটিক্যালি আপনার UDEMY একাউন্টে সকল প্রকার প্রিমিয়াম কোর্স ফ্রি কোর্স অটোমেটিক্যালি ENROLL করে দিবে। যে সকল কোর্সের কুপন এভেলেবেল থাকবে।

এবার আলোচনা করবো এটা কিভাবে কাজ করে?

. অবশ্য আপনার একটা UDEMY একাউন্ট থাকতে হবে এবং সেটি ক্রোম ব্রাউজারে লগইন থাকতে হবে।

২. দ্বিতীয়তঃ অবশ্যই আপনার কম্পিউটারে পাইথন ইন্সটল করা থাকতে হবে।

৩. উপরের দুইটা কাজ সম্পন্ন হওয়ার পরে, আপনি আমার দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন, অবশ্যই সফটওয়্যারটি শুধুমাত্র ৬৪বিট এ ইনস্টল হবে এটা শুধুমাত্র ৬৪বিট এর জন্য।

৪. ডাউনলোড করা শেষে আপনি সফটওয়্যারটা আনজিপ করুন। বুঝতে সমস্যা হলে বিস্তারিত নিচে ভিডিওর মাধ্যমে দেখানো হলো।

সফটওয়্যার ডাউনলোড লিংকঃ https://t.ly/UDEMY-BOT

সফটওয়্যার জিপ পাসওয়ার্ডঃ Kamrul

সফটওয়্যার টি ডাউনলোড এবং আনজিপ করা শেষ হলে, শুধুমাত্র ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন. এবং ওপেন করে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন… তার পর দেখবেন নিচের স্ক্রীনশট এর মত অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে কোর্স এনরলিং

এবং আপনি আপনার UDEMY একাউন্ট  এবং ইমেইল রিফ্রেশ করলেই দেখবেন মেসেজ আসা শুরু হয়ে গেছে.

প্রমাণ হিসেবে নিচে আর একটা স্ক্রিনশট দেয়া হল 

কিছুক্ষণ সময়ের মধ্যে আপনি বেশ কিছু কোর্স ENROLL করে নিতে পারবেন।

ফেসবুক পোষ্ট লিংকঃ CLICK

নিচে বিস্তারিত ভিডিও দেয়া হলো.

ভিডিও ডিসক্রিপশনে এ বিস্তারিত সবকিছু দেয়া আছে বুঝতে সমস্যা হলে দেখবেন আশা করি।

ধন্যবাদ

 

The post UDEMY PREMIUM COURSE AUTO ENROLLING BOT 2021 appeared first on Trickbd.com.


Viewing all articles
Browse latest Browse all 603

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>