আস্সালামুআলাইকুম। আমি নাহিদুল ইসলাম সাগর। আশা করি সবাই ভালো আছেন। যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও আল্লাহ তায়ালার কাছে এটাই চাওয়া সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই করোনা মহামারী থেকে। . তো বেশি কথা না বলে মূল পোস্টে আসা যাক। আজ আমি শেয়ার করতে যাচ্ছি ( How to get BitDefender Premium Security Antivirus for 1 Year FREE ) কিভাবে বিটডিফেন্ডার প্রিমিয়াম সিকিউরিটি এন্টিভাইরাস ১ বছরের জন্য একদম বিনামূল্যে নিবেন। তবে দু:খের বিষয় এটাই, একবার একাউন্ট পেয়ে গেলে অনেকেই কমেন্ট করে আর জানায় না। এতো কস্ট করে টাইপ করে লিখে রেসপন্স না পেলে সত্যিই খারাপ লাগে আমার। আর অবশ্যই এক্ষেত্রে VPN লাগবে। Paid VPN হলে ভালো হয়। ফ্রী ভিপিএন দিয়েও হবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। VPN Country অবশ্যই ”UKRAINE” সিলেক্ট করবেন। VPN Connect করে এবার প্রথমেই এই লিংকে যান : BitDefender SignUP . আপনার নিজস্ব Email দিন এবং GET 1 YEAR FOR FREE তে ক্লিক করুন। Note : যদি UKRAINE IP না ধরেন তবে শুধু ৯০ দিনের ফ্রী পাবেন। যত খুশি একাউন্ট বানাতে পারবেন। প্রতিটি একাউন্ট এর মেয়াদ ১ বছর । র্সবশেষে একটাই কথা বলবো অফারটি আজ আছে, কাল নাও থাকতে পারে। তাই সময় থাকতে নিয়ে নিন। . দু:খের বিষয় এটাই, একবার একাউন্ট পেয়ে গেলে অনেকেই কমেন্ট করে আর জানায় না। এতো কস্ট করে টাইপ করে লিখে রেসপন্স না পেলে সত্যিই খারাপ লাগে আমার। তো আজকের পোস্ট এখানেই শেষ করছি। আশা করি কমেন্টে জানাবেন কেমন লাগেলো। . The post BitDefender Premium Antivirus নিন ১ বছরের জন্য একদম বিনামূল্যে। appeared first on Trickbd.com.
Bitdefender আপনি Windows PCs, Macs, iOS, smartphones & tablets running Android সহ সব ডিভাইজে চালাতে পারবেন।
সবাইকে আমার নতুুন সাইট ভিজিট করার অনুরোধ রইলো।
.
আমার সাইট : TipsFCBD.Blogspot.Com
যাই হোক, চলুন শুরু করা যাক।
আপনার নাম, ইমেইল ও পাসওর্য়াড দিয়ে সাইন আপ করুন।
তারপর আপনার ইমেইল ভেরিফাই করুন।
দেখুন আমরা পেয়ে গেছি বিটডিফেন্ডার ১ বছরের জন্য একদম ফ্রীতে । এবার My Subscription তে যান।
দেখুন, আমরা আজ 16 March, 2022 তে খুললাম আর মেয়াদ 16 March, 2023 র্পযন্ত।
এবার আপনার ডিভাইজে BitDefender Software Install করুন। তারপর একাউন্টে লগিন করে চালান পৃথিবীর নম্বর ১ এন্টিভাইরাস একদম বিনামূল্যে।