অনেক সময় ভাইরাসজনিত কারণে বিভিন্ন ফাইল হিডেন হয়ে যায়। ঐ ফাইল সহজে আনহাইড করা যায় না। আজ আমি ছোট্ট একটি সফটওয়্যারের কথা বলল। এটি দিয়ে যে কোন কারণে হিডেন হয়ে যাওয়া ফাইল আনহাইড করতে পারবেন। এই সফটওয়্যারটির নাম HiddenFileTool মাত্র ২৬ কিলোবাইটের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
★Click Here To Download
এখন এটা ওপেন করার পর Browse থেকে ফোল্ডার দেখিয়ে দিন (যেটাতে হিডেন ফাইল আছে)। তারপর Search বাটনে ক্লিক করুন। এতে সব হিডেন ফাইল দেখা যাবে। তারপর যে ফাইলটা আনহাইড করতে চান সেটি সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন। সাথে সাথে ফাইলটি আনহাইড হয়ে যাবে। এছাড়া কোন ফাইলকে হাইড করতে চাইলে ফাইলটি সিলেক্ট করে Set Attribute থেকে Hidden সিলেক্ট করে Apply করুন।
The post অাপনার পিসিতে যেকোন হিডেন ফাইল আনহাইড করুন। দারুন একটি সফট ওয়্যার দিয়ে appeared first on Trickbd.com.