Quantcast
Channel: Software – Trickbd.com
Viewing all 601 articles
Browse latest View live

দুটি গানকে আলাদা করে একইসাথে শুনুন এই App টির মাধ্যমে!

$
0
0

Hello Everyone, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই পোস্টে আমি কথা বলবো এমন একটি App কে নিয়ে যেটির মাধ্যমে আপনারা দুটি গানকে আলাদা আলাদা করে একইসাথে শুনতে পারবেন। কাদের উপকারে আসবে, কেন উপকারী সবই বলছি এক এক করে। ধৈর্য্য ধরে পড়ুন। ভালো লাগলে জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।
তো চলুন, শুরু করা যাক।

🔥 App name : Split Cloud

🔥 App link : Playstore

https://play.google.com/store/apps/details?id=com.splitcloud

ইয়ারফোন ব্যবহারকারীদের জন্যে অত্যন্ত কাজের একটি এপ্লিকেশন এটি। কিভাবে কাজের সেটি একটি উদাহারনের মধ্যে দিয়ে বোঝাচ্ছি।
ধরুন আপনি আর আপনার বন্ধু একসাথে আছেন আর দুইজনের মিউজিক টেস্ট দুইধরনের হওয়ায় দুজন একইসাথে দুই ধরনের মিউজিক শুনতে চান কিন্তু ইয়ারফোন আপনাদের একটি। আপনারা এই এপ্লিকেশনের মাধ্যমে দুই কানের দুই ইয়ারফোনে দুটি আলাদা গান একসাথে বাজাতে পারবেন। এতে আপনারা একই ইয়ারফোন একসাথে শেয়ার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিলেন আর ঝগড়ারও সৃষ্টি হলো না 😁
অথবা যারা একটু unique কিছু ভালোবাসেন তাদের জন্যেও এই এপ্লিকেশনটি কাজে লাগতে পারে। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের উপর আপনি কিভাবে এটি ব্যবহার করছেন তার উপর।
যাই হোক, ইন্টারেস্টিং একটি App তাই ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

অবশেষে কিছু কথা বলতে চাই। কোনো কিছু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর সেই জিনিসের উপকারিতা নির্ভর করে। আপনি যদি একটি ছুরি বাসায় কিনে নিয়ে এসে ফেলে রেখে দেন তবে সেই ছুরিটির উপকারিতা আপনি পাবেন না। কারন আপনি সেটি ব্যবহার করছেন না। একই ভাবে এই পর্যন্ত যেসব App/bots/tricks আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারেন তবে সেগুলো useless ই থেকে যাবে আপনাদের কাছে। সঠিক ভাবে ব্যবহারের কথা কেন বললাম? সেই ছুরিটির কথাই আবার বলি। আপনি যদি সেই ছুরিটি দিয়ে লোহা কাটতে যান তবে কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে? কিংবা আপনি যদি সেই ছুরিটি দিয়ে কোনো মানুষের হত্যা করেন তবেও কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে?  একেবারেই না। সে ছুরিটির যথার্থ ব্যবহার তখনই হবে যখন আপনি সে ছুরিটি দিয়ে নিজের বা অন্যের উপকার করবেন। যেমনঃ খাবারের জন্য ব্যবহার, দড়ি কাটার জন্যে ব্যবহার এমন ইত্যাদি নানান রকমের ভালো কাজেই ছুরিটি ব্যবহার করলে এর সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি এই App টিই বলেন কিংবা দুনিয়াতে থাকা তামাম যত App আছে সেগুলোর কথা, আপনি যদি সঠিক ভাবে সঠিক কাজে তা ব্যবহার করতে না পারেন তবে সেটি আপনার কাছে useless ই থেকে যাবে।
তাই আশা করছি আপনি App টিকে ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হবেন।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
এতক্ষন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post দুটি গানকে আলাদা করে একইসাথে শুনুন এই App টির মাধ্যমে! appeared first on Trickbd.com.


বিভিন্ন দেশের প্রকৃতি ও আশেপাশের পরিবেশের নানা শব্দ শুনতে পারবেন একটি ছোট্ট App এর মাধ্যমে (সাথে আছে বিশাল সাউন্ডের কালেকশন) –যাদের বৃষ্টি, পাখি, শান্ত পরিবেশ ইত্যাদির শব্দ শুনতে ভালো লাগে তারা দেখবেন

$
0
0

Hello Everyone, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই পোস্টে আমি কথা বলবো এমন একটি App কে নিয়ে যেটির মাধ্যমে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রকৃতি, রাস্তাঘাত, পাহাড়, সমুদ্র, পাখি, পরিবেশ ইত্যাদি বিভিন্ন ধরনের
শব্দ শুনতে পারবেন তার সাথে ডাউনলোডও করে নিতে পারবেন। আশা করছি App টি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।
তো চলুন, শুরু করা যাক।

🔥 App name : White Noise Market

🔥 App link : Playstore

https://play.app.goo.gl/?link=https://play.google.com/store/apps/details?id=com.tmsoft.whitenoise.market&ddl=1&pcampaignid=web_ddl_1

যারা Sound প্রেমী আছেন মানে যারা প্রকৃতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের calm & relaxing শব্দ শুনতে ভালোবাসেন তাদের জন্যে এই App টি। এই App টিতে আপনারা নানা ধরনের Sound শুনতে পারবেন। বাংলাদেশে বসে জাপান, কোস্টারিকা, ব্রাজিল ইত্যাদি বিভিন্ন দেশের প্রকৃতি, জীবন ইত্যাদির সাউন্ড আপনারা শুনতে পারবেন এই App এর মাধ্যমে। যারা Calm & relaxing শব্দ শুনতে ভালোবাসেন তাদের আমি এই এপ্লিকেশনটি সাজেস্ট করবো। এখানে আপনারা প্রচুর সাউন্ডের কালেকশন পাবেন। ৪৫ টিরও বেশি Category পাবেন ভিন্ন ভিন্ন ধরনের শব্দ শোনার। প্রত্যেকটি Category তে সে category related সকল সাউন্ড আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। Map এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের নানান ধরনের শব্দ শুনতে পারবেন। এছাড়াও এখানে News এরও একটি section দেওয়া আছে। Category গুলোর একটি লিস্ট দিয়ে দিলাম। দেখে নিবেন।

1) HD stereo
2) Mp3
3) Tomsoft official
4) Streaming
5) visualization
6) 360 videos
7) best user recordings
8) ASMR
9) Animals
10) Asia
11) Binaural beats
12) chimes
13) crowd
14) daytime
15) fans
16) fire
17) indoors
18) isochronic beats
19) mechanical
20) meditation
21) musical
22) nature
23) nighttime
24) noise
25) outdoors
26) rain
27) seasonal
28) space
29) storms
30) summer
31) transportation
32) tropical
33) water
34) waves
35) wind
36) winter
37) user mixers
38) user recordings
39) classic
40) best remix
41) most comments
42) most downloaded
43) most listened
44) most loved
45) top user sounds

আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে অনেক বড় কালেকশন আছে সুন্দর সুন্দর সাউন্ডের।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম কিছুঃ

অবশেষে কিছু কথা বলতে চাই। কোনো কিছু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর সেই জিনিসের উপকারিতা নির্ভর করে। আপনি যদি একটি ছুরি বাসায় কিনে নিয়ে এসে ফেলে রেখে দেন তবে সেই ছুরিটির উপকারিতা আপনি পাবেন না। কারন আপনি সেটি ব্যবহার করছেন না। একই ভাবে এই পর্যন্ত যেসব App/bots/tricks আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারেন তবে সেগুলো useless ই থেকে যাবে আপনাদের কাছে। সঠিক ভাবে ব্যবহারের কথা কেন বললাম? সেই ছুরিটির কথাই আবার বলি। আপনি যদি সেই ছুরিটি দিয়ে লোহা কাটতে যান তবে কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে? কিংবা আপনি যদি সেই ছুরিটি দিয়ে কোনো মানুষের হত্যা করেন তবেও কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে?  একেবারেই না। সে ছুরিটির যথার্থ ব্যবহার তখনই হবে যখন আপনি সে ছুরিটি দিয়ে নিজের বা অন্যের উপকার করবেন। যেমনঃ খাবারের জন্য ব্যবহার, দড়ি কাটার জন্যে ব্যবহার এমন ইত্যাদি নানান রকমের ভালো কাজেই ছুরিটি ব্যবহার করলে এর সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি এই App টিই বলেন কিংবা দুনিয়াতে থাকা তামাম যত App আছে সেগুলোর কথা, আপনি যদি সঠিক ভাবে সঠিক কাজে তা ব্যবহার করতে না পারেন তবে সেটি আপনার কাছে useless ই থেকে যাবে।
তাই আশা করছি আপনি App টিকে ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হবেন।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
এতক্ষন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post বিভিন্ন দেশের প্রকৃতি ও আশেপাশের পরিবেশের নানা শব্দ শুনতে পারবেন একটি ছোট্ট App এর মাধ্যমে (সাথে আছে বিশাল সাউন্ডের কালেকশন) – যাদের বৃষ্টি, পাখি, শান্ত পরিবেশ ইত্যাদির শব্দ শুনতে ভালো লাগে তারা দেখবেন appeared first on Trickbd.com.

আপনি প্রতিদিন কতটুকু হাটছেন তার সবকিছু Track করুন একটি ছোট্ট App এর মাধ্যমে! (যারা প্রতিদিন হাটেন বা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের কাজে দিবে)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই পোস্টে আমি কথা বলবো এমন একটি App কে নিয়ে যেটির মাধ্যমে আপনারা প্রতিদিন কতক্ষন সময় ধরে হাটছেন, কতটুকু হেটেছেন, কতটুকু ক্যালরি কমাতে পেরেছেন ইত্যাদি নানা বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। ভালো লাগলে জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।
তো চলুন, শুরু করা যাক।

🔥 App name : Pedometer Step Counter

🔥 App link : Playstore

https://play.google.com/store/apps/details?id=pedometer.steptracker.calorieburner.stepcounter

এই এপ্লিকেশনটি যারা প্রতিদিন হাটেন তাদের জন্যে অবশ্যই কাজে দিবে। আমি গত কয়েক বছর আগে থেকে এটা ব্যবহার করে আসছি। অনেক কাজে দিয়েছে তাই ভাবলাম শেয়ার করি। এই এপ্লিকেশনের কাজ হলো আপনি কতগুলো Step হেটেছেন, কত দূরত্ব পর্যন্ত হেটেছেন,কতক্ষন সময় ধরে হাটছেন, কতটুকু ক্যালরি loose করেছেন ইত্যাদি এসব সম্বন্ধে আপনাকে জানানো। তাই যারা নতুন হাটাহাটি শুরু করেছেন তাদের জন্যেও এটা কাজে দিবে। এমন অনেক এপ্লিকেশনই প্লেস্টোরে আছে। কিন্তু সবগুলোর মধ্যে এর ডাউনলোডের সংখ্যা বেশি। ৫০ মিলিয়ন+ বা ৫কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই এপ্লিকেশন আর এর রেটিংও বেশ ভালো।
এর কিছু ফিচারের কথা বলি। ১)আপনাকে শুধু হাটাহাটিই না বরং এই App এ আপনি প্রতিদিন কত গ্লাস পানি খেলেন সেটাও Add করতে পারবেন।

২)আপনি চাইলে এখানে নির্দিষ্ট Goal set করে রাখতে পারবেন যে আপনি প্রতিদিন কতটুকু হাটবেন।

৩)তাছাড়া আপনি আপনার উচ্চতা ও ওজন সেভ করে প্রতিদিন কত ক্যালরি কমাতে পেরেছেন সেগুলোও track করে রাখতে পারবেন।

৪)Google Fit এর সাথেও connect করতে পারবেন।

৫)এছাড়াও এই App আপনাকে প্রতিদিন নিজে নিজেই সকালে বা যে সময়ে আপনি চান সে সময়ে আপনাকে reminder দিবে যে আপনার হাটার সময় হয়ে গিয়েছে। তাই ভুলার চান্স নেই।

৬) এই App এ বিভিন্ন achievements আছে যা আপনি নিজের mission হিসেবে নিয়ে বিভিন্ন goal set করে সেগুলো পূরন করতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি মোট কতগুলো step হেটেছেন, কতক্ষন সময় ধরে হেটেছেন, কতদিন ধরে হেটেছেন ইত্যাদি।

আরো অনেক ভালো ভালো ফিচার আছে। আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম কিছুঃ

অবশেষে কিছু কথা বলতে চাই। কোনো কিছু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর সেই জিনিসের উপকারিতা নির্ভর করে। আপনি যদি একটি ছুরি বাসায় কিনে নিয়ে এসে ফেলে রেখে দেন তবে সেই ছুরিটির উপকারিতা আপনি পাবেন না। কারন আপনি সেটি ব্যবহার করছেন না। একই ভাবে এই পর্যন্ত যেসব App/bots/tricks আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারেন তবে সেগুলো useless ই থেকে যাবে আপনাদের কাছে। সঠিক ভাবে ব্যবহারের কথা কেন বললাম? সেই ছুরিটির কথাই আবার বলি। আপনি যদি সেই ছুরিটি দিয়ে লোহা কাটতে যান তবে কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে? কিংবা আপনি যদি সেই ছুরিটি দিয়ে কোনো মানুষের হত্যা করেন তবেও কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে?  একেবারেই না। সে ছুরিটির যথার্থ ব্যবহার তখনই হবে যখন আপনি সে ছুরিটি দিয়ে নিজের বা অন্যের উপকার করবেন। যেমনঃ খাবারের জন্য ব্যবহার, দড়ি কাটার জন্যে ব্যবহার এমন ইত্যাদি নানান রকমের ভালো কাজেই ছুরিটি ব্যবহার করলে এর সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি এই App টিই বলেন কিংবা দুনিয়াতে থাকা তামাম যত App আছে সেগুলোর কথা, আপনি যদি সঠিক ভাবে সঠিক কাজে তা ব্যবহার করতে না পারেন তবে সেটি আপনার কাছে useless ই থেকে যাবে।
তাই আশা করছি আপনি App টিকে ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হবেন।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
এতক্ষন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post আপনি প্রতিদিন কতটুকু হাটছেন তার সবকিছু Track করুন একটি ছোট্ট App এর মাধ্যমে! (যারা প্রতিদিন হাটেন বা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের কাজে দিবে) appeared first on Trickbd.com.

আপনি কি ভুলে যাওয়া রোগে আক্রান্ত? তবে আপনাকে সে সমস্যার সমাধান দিবে মাত্র 2 Mb এর ছোট্ট এই App টি!

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?  আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।  এই পোস্টে আমি কথা বলবো এমন একটি App কে নিয়ে যেটির মাধ্যমে আপনারা ভুলে যাওয়া রোগকে বিদায় দিতে পারবেন হাসিমুখে। আশা করছি আমার লিখা সার্থক হবে এবং এই App টি আপনাদের উপকারে আসবে কোনো না কোনো ভাবে। ভালো লাগলে জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।
তো চলুন, শুরু করা যাক।

🔥 App name : Notin (Premium unlocked)

🔥 App link : Google drive

https://drive.google.com/file/d/1DSfrCG7yrL2ll_rv492bcqQRs0bgTI9q/view?usp=drivesdk

এই App টি অনেক মানুষেরই কাজে লাগবে। যারা ভুলে যাওয়া রোগে আক্রান্ত তাদের জীবনে এই App টি বিশেষ ভূমিকা রাখবে। কিভাবে?
তা বলার আগে আমি একটা কথা বলে রাখি। কোনো কিছু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর সেই জিনিসের উপকারিতা নির্ভর করে। আপনি যদি একটি ছুরি বাসায় কিনে নিয়ে এসে ফেলে রেখে দেন তবে সেই ছুরিটির উপকারিতা আপনি পাবেন না। কারন আপনি সেটি ব্যবহার করছেন না। একই ভাবে এই পর্যন্ত যেসব App/bots/tricks আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারেন তবে সেগুলো useless ই থেকে যাবে আপনাদের কাছে। সঠিক ভাবে ব্যবহারের কথা কেন বললাম? সেই ছুরিটির কথাই আবার বলি। আপনি যদি সেই ছুরিটি দিয়ে লোহা কাটতে যান তবে কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে? কিংবা আপনি যদি সেই ছুরিটি দিয়ে কোনো মানুষের হত্যা করেন তবেও কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে?  একেবারেই না। সে ছুরিটির যথার্থ ব্যবহার তখনই হবে যখন আপনি সে ছুরিটি দিয়ে নিজের বা অন্যের উপকার করবেন। যেমনঃ খাবারের জন্য ব্যবহার, দড়ি কাটার জন্যে ব্যবহার এমন ইত্যাদি নানান রকমের ভালো কাজেই ছুরিটি ব্যবহার করলে এর সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি এই App টিই বলেন কিংবা দুনিয়াতে থাকা তামাম যত App আছে সেগুলোর কথা, আপনি যদি সঠিক ভাবে সঠিক কাজে তা ব্যবহার করতে না পারেন তবে সেটি আপনার কাছে useless ই থেকে যাবে।

এ App টি মাত্র ২ এম্বির একটি এপ্লিকেশন। কাজ একটাই করে। তবে সে একটি কাজের মাধ্যমে আপনি আপনার জীবনের ভুলে যাওয়া নামক অনেক বড় রোগের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারেন।

কিভাবে?

এই App টির কাজ হচ্ছে আপনি যেকোনো text লিখে আপনার নোটিফিকেশনে লিখে রেখে দিতে পারেন। আমাদের সবারই ফোনের স্ক্রিনে প্রতিদিনই বহুবার নোটিফিকেশন চেক করতে হয়। এই অভ্যাসটাকে আপনি আপনার নিজের উপকারে নিয়ে আসতে পারেন। এই App টির মাধ্যমে আপনার যেসব কাজ করতে হবে (তা হতে পারে বাজারের লিস্ট, হতে পারে আপনার রুটিন, হতে পারে কোনো দরকারী কাজ)  যা আপনি ভুলে যেতে পারেন সেসব কাজগুলোকে নোটিফিকেশনে লিখে রেখে দিতে পারেন।
এখন প্রশ্ন করতে পারেন, কিন্তু ভাই নোটিফিকেশন তো একটু টাচ করলেই চলে যায়। এখন উপায়? উপায় এই App এই আছে। আমি যে premium version টির লিংক দিয়েছি সেটির মাধ্যমে আপনারা এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এ version টিতে আপনি manually notification delete করার option পাবেন। এতে আপনার নোটিফিকেশনে থাকা কথাগুলো সারাদিন টাচ করে ঠেলে দিলেও সেখান থেকে যাবে না। যেটা যেখানে থাকার সেটা সেখানেই থাকবে যতক্ষন না আপনি সবগুলোকে এক এক করে manually delete করছেন।

এই App টি যারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন তাদের আর ভুলে যাওয়া রোগের সমস্যায় ভুগতে হবে না।
আপনি এটাও বলতে পারেন আমার তো already note app আছে তবে এটা দিয়ে কাজ কি? শুনুন, আপনি যে note app এ ঢুকার কথা ভুলে যাবেন না তার কি কোনো guarantee আছে?
আপনাকে সারাদিনে অবশ্যই নোটিফিকেশন চেক করতেই হবে। আর যখনই চেক করবেন সাথে সাথে আপনার মনে পড়ে যাবে আপনি যে বিষয়টি ভুলে যাচ্ছিলেন।

আশা করি কাজে দিবে অনেকেরই। এখন কাজে দিবে কি দিবে না সেটা আপনার নিজের ব্যবহারের উপর নির্ভর করবে যা আমি আগেই বলে দিয়েছি।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

আশা করছি এটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। আসলে জানাবেন। এতক্ষন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post আপনি কি ভুলে যাওয়া রোগে আক্রান্ত? তবে আপনাকে সে সমস্যার সমাধান দিবে মাত্র 2 Mb এর ছোট্ট এই App টি! appeared first on Trickbd.com.

(All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ!

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন একটি এপ্লিকেশনের কথা যার মাধ্যমে আপনারা একসাথে অনেক কাজ করতে পারবেন একটি 1 Mb এর এপ্লিকেশনের মাধ্যমে। বাড়তি কথা বলবো না। মূল টপিকে চলে যাই।
তার আগে নাম ও লিংক দিয়ে দিচ্ছি।

🔥App Name : Android Assistant Pro

🔥App Link : https://rexdl.com/android/assistant-pro-for-android-apk.html/

এবার আসি মূল টপিকে। আমি এই এপ্লিকেশন যেদিন থেকে এন্ড্রয়েড চালানো শুরু করেছি এবং যেদিন থেকে এ এপ্লিকেশনের কথা জেনেছি সেদিন থেকেই ব্যবহার করে আসছি। যেকোনো মোবাইল ফোনে প্রথম সেটআপ দিতে গেলে এই এপ্লিকেশনটি আমি ইন্সটল করে দিই। কারন এর ফিচার আর কার্যকারিতা দুটিই অসাধারন। এতে আছে ২৩টি Tools যা আপনার প্রতিদিনের কোনো না কোনো কাজে লাগবেই।

Tools গুলোর নাম ও কাজের একটি লিস্ট দিচ্ছি। দেখে নিন।

1) Bluetooth

এর মাধ্যমে আপনারা Bluetooth On/Off করতে পারবেন।

2) Wifi

এর মাধ্যমে আপনারা Wifi On/Off করতে পারবেন।

3) Mobile Networks

এর মাধ্যমে আপনারা Mobile Data On/Off করতে পারবেন।

4) Auto-sync

এর মাধ্যমে আপনারা Automatic synchronize করতে পারবেন।

5) GPS

এ নিয়ে বিস্তারিত বলা লাগবে না আশা করি।

6) Auto Rotate Screen

মোবাইলের স্ক্রিনের Auto Rotation on/off করতে পারবেন।

7) Vibration On Touch

এক ক্লিকে Vibration on/off করতে পারবেন।

8) Airplane Mode

এক ক্লিকে Airplane Mode on/off করতে পারবেন।

9) Brightness

Brightness বাড়াতে কমাতে পারবেন।

10) Sleep

আপনার স্ক্রিন কতক্ষন সময় পর অটোমেটক লক হয়ে যাবে সেটার কাজ এটি। তবে এর বিশেষত্ব হচ্ছে আপনার মোবাইলের Default Settings এ যদি এই Option খুব কম দেওয়া থাকে যেমন ১০ মিনিটের বেশি দেওয়া না থাকে তবে আপনি এই এপ্লিকেশনটির মাধ্যমে তা আধা ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তার সাথে আপনি যদি Never Timeout করে দেন (যা অনেক মোবাইলে দেওয়া থাকে না Default ভাবে) তবে মোবাইল আপনি নিজে লক না করা পর্যন্ত অটোমেটিক লক হবে না। অনেকের পাওয়ার বাটন কাজ করে না। সে ক্ষেত্রে মোবাইল যখন অটোমেটিক লক হয়ে যায় তখন পাওয়ার বাটন চাপ দিয়ে অন করতে কষ্ট হয়। এই ছোট্ট এপটি রেখে দিতে পারেন। কোনো একদিন কাজে আসতে পারে।

11) Volume Settings

এখানে একসাথে Ringer Volume/Notification Volume/Media volume/Alarm Volume/Voice call volume/system volume সব পাল্টাতে পারবেন।

12) Phone Ringtone

মোবাইল সাইলেন্ট নাকি ভাইব্রেশন কোন মোডে রাখবেন সেটা সেট করতে পারবেন।

এতক্ষন যা বললাম সব Basics Feature যা এই এপ্লিকেশন দিয়ে কেউই ব্যবহার করবে না আমি জানি।
এখন যে ফিচারগুলোর কথা বলবো সেগুলোর জন্য আপনাকে কষ্ট করে আলাদা আলাদা এপ্লিকেশন ইন্সটল করতে হবে না। সব এই একটা দিয়েই করতে পারবেন।

13) Batch Install

আপনার Internal Storage বা Memory Card এ যতগুলো Application Save করা আছে সবগুলো একসাথে বা বেছে বেছে অনেকগুলো একসাথে ইন্সটল করতে পারবেন।

14) Batch Uninstall

আপনার ডিভাইসে থাকা যেসব এপ্লিকেশন আপনি একসাথে Uninstall করতে চান তা করতে পারবেন এই Tool এর মাধ্যমে।

15) Backup & Restore

এটা হচ্ছে অনেক কাজের একটি ফিচার। এর জন্যে অনেকে আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। কিন্তু এই কাজটি আপনি এই ১ এম্বির এপ্লিকেশন দিয়েই করতে পারবেন। যারা জানেন না তাদের বলছি আপনার মোবাইলে ইন্সটল করা এপ্লিকেশন গুলো একসাথে মেমোরি কার্ডে বেকাপ করে রেখে দিতে পারবেন।

16) App To SD

অনেক মোবাইলে সেটিংসে এই অপশনটা পাওয়া যায় না। এই এপ্লিকেশনটিতে আপনি এ কাজটি সহজেই কাজটি করতে পারবেন। আবারো যারা জানেন না তাদের জন্য বলছি এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের Internal Storage কে বাচাতে পারবেন। কিভাবে? এপ্লিকেশনগুলোকে মেমোরি কার্ডের মাধ্যমে ব্যবহার করে।

17) Startup Manager

এই অপশনটির কাজ হচ্ছে আপনি মোবাইল On করার সাথে সাথে বিভিন্ন Apps Background এ চলা শুরু করে দেয়। এই অপশনটির মাধ্যমে আপনারা সেই Background process যেন Startup করার সাথে সাথে না হয় মানে সে এপসগুলো যাতে সব একসাথে চলতে না পারে তাদের Kill করার জন্যে এই অপশনটি।

18) Battery Usage

কোন কোন এপ্লিকেশন কতটুকু ব্যাটারি ব্যবহার করছে সেটা দেখতে পারবেন। সাথে System এ থাকা যে এপগুলো Default Settings এ দেখায় না সেগুলোও দেখতে পারবেন।

19) File Manager

আলাদা File manager এর প্রয়োজন নেই। এই 1 Mb এর এপ্লিকেশন আপনার এ কাজটিও ভালোভাবে করে দিবে।

20) Cache Clear

মোবাইলে জমে থাকা Cache গুলো একসাথে সব Clear করে দিতে পারবেন।

21) System Clear

আপনার System এ থাকা সব Unused জায়গা খেয়ে রাখা উলটা পালটা ফাইলগুলো আলাদা আলাদা করে ক্যাটাগরি করে দেওয়া আছে। এগুলো সব একসাথে clear করতে পারবেন। চিন্তা করবেন না অটোমেটিক ক্লিয়ার হবে হবে না। আপনার পারমিশন ছাড়া এপ নিজে থেকে কিছুই করবে না।

22) System Info

অনেকে এই কাজের জন্যেও আলাদা এপ্লিকেশন ব্যবহার করে। এই কাজটিও আপনি মাত্র ১ এম্বির এই এপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবেন।

23) Permissions

আপনার মোবাইলে কোন কোন এপ্লিকেশন কি কি পারমিশন ব্যবহার করছে তা দেখতে পারবেন।

বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনে অনেক কাজই আপনি একই সাথে করতে পারছেন। এটা নিয়ে Already পোস্ট করা থাকতে পারে। কারন অনেক দিন আগে এটা নিয়ে পোস্ট দেখেছিলাম। তবুও যারা জানে না তাদের জন্যে পোস্টটি লিখা।
আপনার যদি ভালো না লাগে তবে ইগনোর করবেন। বাকীটা আপনারা নিজেরাই ব্যবহার করে দেখেনিন কেমন।

নিচে কিছু স্ক্রিনশটস দিয়ে দিলামঃ

অবশেষে বলবো, পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post (All In One – part 3) মাত্র 1 Mb এর ছোট্ট একটি এপ্লিকেশনে করুন ২৩টিরও বেশি কাজ! appeared first on Trickbd.com.

৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন ৩ টি এপ্লিকেশন বা গেম যা ই বলেন এর কথা যার মাধ্যমে আপনারা খেলার মাধ্যমে নিজেদের Memory Power, Language Skill, Math problem solving skill, Other problem solving skill সহ নিজেদের মস্তিস্ককে ভালোভাবে ট্রেইন করতে পারবেন। এগুলো মূলত তাদের জন্যে যারা নিজেদের মেমোরি পাওয়ারকে বাড়াতে চান। নিজের মস্তিস্ককে অলস না রেখে মস্তস্কের Muscle গুলোকে ট্রেইন করতে চান।
এখন অনেকেই বলতে পারেন, ভাই সামান্য ৩ টা গেম খেলে কি নিজের মস্তিস্কের পাওয়ার বাড়ানো আদৌ সম্ভব? বিজ্ঞান অনুযায়ী সম্ভব। তবে আপনারা নিজেরা চেষ্টা না করলে কিছুই সম্ভব হবে না। আমি যে এপ্লিকেশনগুলোর (গেমও বলতে পারেন) কথা বলছি সেগুলো সাধারন কোনো গেম খেলার এপ্লিকেশন না। এগুলো প্রত্যেকটা আমি নিজে এক এক করে ব্যবহার করে খেলে দেখেছি। যে পরিমানে কঠিন তা আপনারা নিজেরা কিছুক্ষন খেলে দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, প্রত্যেকটা এপ্লিকেশনে যে যে গেমগুলো রয়েছে তা একটা আরেকটার থেকে একেবারে আলাদা।

সবগুলো এক এক করে বিস্তারিত বলার আগে বলে রাখি আপনারা কি কি Skill নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এগুলোর মাধ্যমে।

1) Memory Power
2) Language Skill
3) Movement Speed
4) Math
5) Writing
6) Speaking
7) Reading
8) Breathing,Eye,Body exercise
9) better sleep
10) emotion labelling
11) visualization
12) wellbeing
13) distancing
14) cognitive reappraisal
15) autogenic relaxation
16) stop method
17) attention power
18) reasoning
19) flexibilty
20) problem solving

 

এ ২০ টা স্কিল আপনারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন ৩ টি গেম/এপ্লিকেশনের মাধ্যমে। এ সব গেমকে Brain training games ও বলা হয়। প্লেস্টোরে এমন অনেক গেমসের সমাহার আছে। কিন্তু আমার কাছে এ ৩টির ভিতরে যেসব Test গুলো দেওয়া আছে সেগুলো অনেকটা Challenging মনে হয়েছে। তাই আপনাদের মাঝে শেয়ার করছি।

আবারো বলে রাখি, যারা গেমস খেলতে ভালোবাসেন এবং Normal Games থেকে বেরিয়ে এসে এমন কিছু Games খেলতে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা আপনাদের brain কে train করতে পারবেন তাদের জন্যেই এই পোস্ট। অনেকের পোস্টটি ভালো না-ও লাগতে পারে। তারা ইগনোর করবেন।

 

🔥3) App Name : Neuronation

🔥 App link : https://rexdl.com/android/neuronation-brain-training-apk.html/

এই গেমে আছে মোট ৩৩ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।

এছাড়াও এই গেমে আপনারা টেস্ট রেজাল্ট তো পাবেনই তার সাথে আপনারা শরীরচর্চা করার জন্যেও কিছি ব্যায়াম পাবেন। আপনারা আপনাদের চোখ,শরীর উপরের ও নিচের বিভিন্ন অংশ, শ্বাস-প্রশ্বাসজনিত ব্যায়ামগুলো সহ নানান রকমের exercise পাবেন।

এছাড়াও মস্তিস্ককে কিভাবে শান্ত রাখা যায়, কি করলে ভালো ঘুম আসতে পারে, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, আচার-আচরন, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, Relaxation ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি যা আপনার characteristics কে আরো better করে তুলতে সাহায্য করবে সব এই একটি এপ্লিকেশনে পেয়ে যাবেন।

এছাড়াও আপনারা আরো যা যা পাচ্ছেন তার একটি লিস্ট দিয়ে দিলাম।

1) Form Fusion
2) Formula
3) Logiladder
4) Rotator
5) Solitaria
6) Trail Tracker
7) Clockwise
8) Colour Craze
9) Form Fever
10) Parallel Perfection
11) Quantum Leap
12) Quick Switch
13) Speed of Light
14) Chain Reaction
15) Flash memo
16) Focus master
17) Mathrobatics
18) Memopair
19) Memobox
20) Memoflow
21) Path Finder
22) Path finder reverse
23) Reflector
24) Restorer
25) Shuffler
26) Turnabout
27) Alphabat Soup
28) Flash Glance
29) Math Blitz
30) Symbolism
31) Verbal Voyager
32) Word Acrobat
33) Wordsmith

 

🔥2) App Name : Elevate

🔥 App link : https://rexdl.com/android/elevate-brain-training-pro-apk.html/

 

এই গেমে আছে মোট ৪৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব আলাদা করে Categorize করে দেওয়া আছে। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।

এখানে আপনার প্রতিদিনের মস্তিস্কের Training এর বিভিন্ন Routine ও পেয়ে যাবেন। যাতে করে আপনাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকমের টেস্ট দেওয়া হবে। যা আপনারা Complete করে Score বাড়াতে পারবেন। তার সাথে নিজের দক্ষতাও। এখানে Games এর সাথে Study materials ও আছে। তাই আমি সাজেস্ট করবো এই গেমটিকে একবার হলেও ইন্সটল করে খেলে দেখতে।

এখানে আপনার Progress কতটুকু হয়েছে সেটিও দেখতে পারবেন।

যেসব গেমস/টেস্টগুলো এখানে পাবেন তার লিস্ট নিচে দিয়ে দিচ্ছি। চেক করে নিবেন।

1) Brevity
2) Commas
3) Detail
4) Expression
5) Inversion
6) Punctuation
7) Refinement
8) Spelling
9) Syntax
10) Adjective Recall
11) Clarity
12) Diction
13) Eloquence
14) Recall
15) Error Avoidance
16) Precision
17) Pronounciation
18) Transitions
19) Agility
20) Association
21) Comprehension
22) Connotation
23) Context
24) Extraction
25) Processing
26) Visualization
27) Word Parts
28) Averages
29) Conversion
30) Discounting
31) Division
32) Equivalence
33) Estimation
34) Measuring
35) Percentages
36) Proportion
37) Purchasing
38) Substraction
39) Tipping
40) Focus
41) Name Recall
42) Retention
43) Sequencing
44) Synthesis

🔥1) App name : Lumosity

🔥 App link : https://rexdl.com/android/lumosity-apk.html/

দ্বিতীয় গেমটির মতো এখানেও আপনারা ৪৪ টি লেভেলের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমস/টেস্ট পাবেন যা আপনাকে নিজের দক্ষতার মাধ্যমে Complete করতে হবে। এই গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তাই এটাও অবশ্যই একবার Try করতে বলবো।
বাকী যা যা পাচ্ছেন এখানে তার লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1) speed match
2) highway hazards
3) penguin pursuit
4) river ranger
5) spatial speed match
6) speed match overdrive
7) speed pack
8) splitting seeds
9) memory matrix
10) gameTitle_MemoryServes
11) memory match
12) memory match overdrive
13) pinball recall
14) tidal treasures
15) train of thought
16) gameTitle_Assistants
17) gameTitle_FeelTheBeat
18) gametitle_Skyrise
19) Lost in migration
20) Playing Koi
21) Star Search
22) Trouble Brewing
23) Color match
24) ebb and flow
25) brain shift
26) brain shift and overdrive
27) disillusion
28) gametitle_SpaceTrace
29) Fuse clues
30) masterpiece
31) organic order
32) pet detective
33) pirate passage
34) contexual
35) continuum
36) editor’s choice
37) taking root
38) word bubbles
39) word snatchers
40) chalkboard challenge
41) halve your cake
42) magic chance
43) raindrops
44) top that

 

সবগুলো এপ্লিকেশনের কিছু স্ক্রিনশটসঃ

 

বিঃদ্রঃ সবগুলো গেমের স্ক্রিনশট একসাথে দেওয়া হয়েছে। তার কারন আমার এড করতে সমস্যা হচ্ছিল এবং ফাইলে কোথায় রেখেছি তা খুজে পাচ্ছিলাম না। যেগুলো পেয়েছি সব একসাথে জগাখিচুরি হয়ে ছিল। তাই সাজাতে পারিনি বলে আমি দূঃখিত। আপনারা এপগুলো ডাউনলোড করে ইন্সটল করলেই সব বুঝতে পারবেন। স্ক্রিনশটতো শুধু দেখানোর জন্য যে এপ দেখতে কেমন। ভুলটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এই সমস্যা পোস্ট করার পর পাই। তাই আবার সবকিছু ঠিক করতে ঝামেলা লাগছিল বলেই সব একসাথে দিয়ে দিচ্ছি।

 

অবশেষে বলবো, অলস মস্তিস্ককে আপনারা বিভিন্নভাবে ট্রেইন করতে পারেন। আমি উদাহারনস্বরূপ এ ৩টি গেমের কথা উল্লেখ করলাম। এগুলো ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মস্তিস্ককে ট্রেইন করার। পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post ৩ টি App/Game এর মাধ্যমে আপনার মস্তিস্ককে Train করুন এবং বাড়িয়ে নিন আপনার মস্তিস্কের দক্ষতা appeared first on Trickbd.com.

৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now!

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন তিনটি এপ্লিকেশনের কথা যা আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে এবং আপনাদের এ কাজগুলোকে অনেকটাই সহজ করে দিবে বলে আশা করছি। শুরুতেই বলে রাখি আগের পোস্টগুলোতে বলেছি আবারো বলছি আপনি যদি কোনো কিছুর সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। আমি এই পোস্টে কোনো নেগেটিভ কমেন্ট চাচ্ছি না। যাদের ভালো লাগবে তারা ব্যবহার করবেন। ভালো না লাগলে ইগ্নোর করবেন কোনো সমস্যা নেই। তো চলুন, শুরু করা যাক।

3) 🔥 App Name : Camera Block Pro

🔥 App link : https://rexdl.com/android/camera-block-spyware-protect-apk.html/

এই এপ্লিকেশনের কাজ হচ্ছে আপনার প্রাইভেসি রক্ষা করা। আর সেটা এই এপ আপনার মোবাইলে থাকা যতগুলো এপ্লিকেশনের কাছে ক্যামেরার এক্সেস আছে সবগুলো এক ক্লিকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে করে দিবে। এর আসল কাজ হচ্ছে কোনো এপ যদি গোপনভাবে আপনার ক্যামেরার এক্সেস নেওয়ার পর সেটি অন থাকে (যা আপনি বুঝতেও পারবেন না) তবে সেটিকে বন্ধ করে দেওয়া। যারা প্রাইভেসি নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করেন তারা এই এপটি Try করে দেখতে পারেন। বিশেষ করে যারা আমার মতো ফোনে প্রচুর Third Party Apps ব্যবহার করেন তাদের জন্যে Recommend করবো। কারন আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যক্তিগত তথ্য কোথায় কিভাবে চলে যাচ্ছে। তাই একটু এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য এই এপটি সাজেস্ট করবো।

এপ্লিকেশনটিতে তেমন সেটআপ করার মতো কিছুই নেই। আপনি শুধু এপটি ইন্সটল করুন আর শুধু একটি পারমিশন দিন। এরপর Block Camera তে ক্লিক করে সব এপ্লিকেশনের ক্যামেরার এক্সেস বন্ধ করে দিবে। হ্যাঁ এটা এতোটাই সহজ।

নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এপ্লিকেশনটির :

2) 🔥 App Name : Word Counter

আপনারা যারা পোস্ট বা আর্টিকেল লিখেন তাদের জন্যে এটা অনেক কাজের একটি এপ্লিকেশন। যারা স্টুডেন্টস বা অন্য কোনো পেশায় নিয়জিত আছেন তাদেরও উপকারে আসবে আশা করি। নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই এপ্লিকেশনটির কাজ কি। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ওয়ার্ড কাউন্ট করতে পারবেন আপনার আর্টিকেলের। বেশি কিছু করতে হবে না। শুধু এপটি ইন্সটল করে ওপেন করুন। আপনার সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে এই এপে এসে পেস্ট করে দিন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আর্টিকেলে কতগুলো Words, Characters, Characters (Space ছাড়া), Sentences আছে সব একসাথে এক সেকেন্ডের মধ্যে Count করে আপনাকে জানিয়ে দিবে। আমি এ কাজের জন্য আগে ওয়েবসাইট ব্যবহার করতাম। কিন্তু যখন থেকে এই এপ্লিকেশনটিকে আমি খুজে পাই তখন থেকে আমার কাজটা আরো সহজ গিয়েছে বলে মনে করি।

আশা করছি আপনাদেরও কাজে দিবে। বিশেষ করে যারা Blog লিখেন বা ট্রিকবিডিতে পোস্ট করেন তাদের তো কাজে দিবেই।

1) 🔥 App Name : Search Duplicate File

🔥App Link : https://rexdl.com/android/search-duplicate-file-apk.html/

এই এপ্লিকেশনটির কার্যকারিতা ব্যাপক। এর প্রধান কাজ হচ্ছে আপনার ডিভাইসের স্টোরেজে থাকা সব ডুপ্লিকেট ফাইল আপনি এক ক্লিকের মাধ্যমে স্ক্যান করে বের করতে পারবেন। এরপর আপনি সেগুলোকে এক এক করে বা সবগুলো একসাথে ডিলিট করতে পারবেন। তবে এখানে আপনি কিছু এক্সট্রা ফিচারসও পাবেন।

১) Filter এর মাধ্যমে আপনারা আলাদা আলাদা করে ফাইল স্ক্যান করতে পারবেন। যেমনঃ Image, Video, Audio, Apks, Document ইত্যাদি আলাদা আলাদা ভাবেই স্ক্যান করতে পারবেন।

২) Smart-Selector এর মাধ্যমে সবচেয়ে পুরাতন, সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট ফাইল নাম, সবচেয়ে বড় ফাইলনাম, সবচেয়ে ছোট ফাইলটির স্থান, সবচেয়ে বড় ফাইলটির স্থান এভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন।

৩) এখানে আপনারা Save Search Results এর Option পাবনে।

৪) Expand All এর Option পাবেন।

৫) চাইলে Compress and share ও করতে পারবেন।

৬) খালি ফোল্ডার গুলো এক এক করে বা একসাথে ডিলিট করতে পারবেন।

৭) Serial Number Files গুলো আলাদা ভাবে সার্চ করতে পারবেন।

৮) hash code files গুলোও সার্চ করতে পারবেন।

৯) Audio বা Video এর Duration অনুযায়ী সার্চ করতে পারবেন।

১০) EXIF IMAGE FILE গুলোও আলাদা ভাবে সার্চ করতে পারবেন।

১১) যে Image ফাইল গুলো incomplete সেগুলো আলাদাভাবে সার্চ করে বের করে ডিলিট করতে পারবেন।

১২) Resolution অনুযায়ী খুজে বের করতে পারবেন।

বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনের মাধ্যমে অনেক বড় বড় কাজগুলো করতে পারবেন। পাওয়ারফুল একটি এপ্লিকেশন। তাই বুঝে ব্যবহার করবেন। না বুঝে ব্যবহার করে অনেক সময় জরুরী ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন নিজের অজান্তেই। তাই সাবধান থাকার কথা বলছি।

App টির কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে বলবো, পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না। সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না। আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ। আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post ৩ টি অসাধারণ App যা আপনার অনেক কাজকে আরো সহজ করে তুলবে! 3 Amazing Apps You Should Try Right Now! appeared first on Trickbd.com.

Customization লাভারদের জন্যে নিয়ে আসলাম A-Z Customizable Music Player (সাথে থাকছে প্রচুর ফিচার)

$
0
0

Hello Everyone,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা মিউজিক প্রেমী মানুষ আছেন আর যারা বিশেষ করে Customization পছন্দ করেন তাদের জন্যেই এই পোস্টটি। আজকে আমি এমন একটি মিউজিক প্লেয়ার এপ্লিকেশন নিয়ে কথা বলবো যার ভিতরে আছে A-Z কাস্টমাইজ করার সব ফিচার। একবার হলেও অবশ্যই ইন্সটল করে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে জানাবেন।

🔥 App Name : Black Player

🔥 App link : https://rexdl.com/android/blackplayer-ex-apk.html/

এই মিউজিক প্লেয়ারটি শুধুমাত্র Customization lover দের জন্যেই Recommend করবো। কারন এখানে আছে প্রচুর Customization এর Option. প্রচুর মানে প্রচুর। সবগুলোর Details লেখা আমার পক্ষে সম্ভব না। যা যা ফিচার আছে তার একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এরপর আপনারা Decide করবেন ডাউনলোড করবেন কি না।

1) Visualizer Customizations (আলাদা একটি Visualizer দেওয়া আছে যা আপনি চাইলে বিভিন্নভাবে Customize করতে পারবেন)
2) Theme & Color Customization (A-Z সব Theme & Color আপনি নিজে Customize করতে পারবেন)
3) 17 Fonts + Manual Font selection (আপনি নিজের ইচ্ছামতো Font বাছাই করে Apply করতে পারবেন)
4) 11 Transition Effects
5) Action bar customization
6) main window Customization
7) now playing Customization
8) popup window Customization
9) left side menu Customization
10) playing track Customization
11) Full UI Customization
12) background Customization
13) theme Customization
14) auto open
15) double tap Customization (20 options)
16) album image Customization
17) manual volume control
18) text animation Customization
19) lyrics Customization
20) widget/notification/lockscreen Customization
21) metadata Customization
22) audio Customization
23) 2 Decoder support
24) custom language support
25) Backup and restore option

এগুলো তো মাত্র কয়েকটা। এগুলোর ভিতরে আরো অনেক Customization করার Option পাবেন। জি আরো আছে। এ কারনেই আমি Customization lover দের জন্যে সাজেস্ট করছি। একবার হলেও ডাউনলোড করে ইন্সটল করে দেখবেন।

নিচে কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেনঃ

যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। এ টপিকে আরো পোস্ট দিবো। সেখান থেকে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন।
পরের পোস্টে দেখা হচ্ছে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Customization লাভারদের জন্যে নিয়ে আসলাম A-Z Customizable Music Player (সাথে থাকছে প্রচুর ফিচার) appeared first on Trickbd.com.


(Part-1) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player

$
0
0

Hello Everyone,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারো নিয়ে হাজির হয়েছি আরো  কাস্টমাইজ করা যায় এমন ৫টি মিউজিক প্লেয়ার নিয়ে যেগুলো Customization প্রেমী মানুষদের ভালো লাগবে বলে আশা করি। আপনি যদি একজন Customization Lover না-ও হয়ে থাকেন তবুও আমি বলবো আপনাকে একবার হলেও এখান থেকে যেটা পছন্দ সেই Music Player টাকে একবার হলেও ইন্সটল করে দেখতে। ভালো লাগতেও পারে। যাই হোক, আর কথা বাড়াবো না। শুরু করে দিই।

5) 🔥 App Name : Lark Player

🔥 App link : https://apkmody.io/apps/lark-player

এই মিউজিক প্লেয়ারের নাম অনেকেই হয়তোবা শুনেছেন। এটি লিস্টে রাখার ২টি কারন আছে। এক হচ্ছে এর লুক আর দুই এতে ভিডিও ও অডিও প্লেয়ার দুটি একসাথে থাকার অপশনের কারনে। আমি জানি আপনারা কি বলবেন। এতে লুকের কি আছে। শুনুন, যারা সিম্পল জিনিস ভালোভাসে তাদের জন্যেই এটি লিস্টে রেখেছি। আর আমি জানি MX Player এও অডিও ভিডিও দুটির অপশন আছে। তবুও মাঝে মাঝে যখন MX player এ কোনো video Support করে না তখন আমি এটিতে প্লে করি। তাই এটা লিস্টে রাখছি। আর যারা জানেন না তাদের জানানোর জন্যেও।
এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশটসঃ

4) 🔥 App Name : Audiovision

🔥 App Link : Playstore

এটি একটি Visualizing Music Player. আপনারা যারা নিকের ইচ্ছেমতো Visualizer তৈরী করে বা customization করে মিউজিক প্লে করতে চান তাদের জন্যে এই এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। যারা NCS (Nocopyrightsong) বা Trap Nation এর Fan আছেন তারা অবশ্যই তাদের Visualizer সম্পর্কে ধারনা রাখেন। আপনারা চাইলে তাদের মতো এই এপ্লিকেশনটিতে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কাস্টমাইজ করতে পারবেন Visualizer কে। ইউটিউবে অনেক Tutorial পেয়ে যাবেন এ নিয়ে।
এখানে মিউজিক প্লে করার দিকে তেমন স্পেশাল কোনো ফিচার নেই। যা আছে সব Visualizer Customization নিয়ে।
একটা স্পেশাল দিক হচ্ছে আপনারা যে Visualizer টা কাস্টোমাইজ করবেন সেটি দিয়ে Background Music সেট করে সেটা ফাইল (Video) আকারে Save করতে পারবেন। অনেকে এভাবে ইউটিউবে মিউজিল আপলোডও করে থাকে।

নিচে এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশটসঃ

3) 🔥 App Name : Jet Audio+

🔥 App link : https://rexdl.com/android/jetaudio-music-player-eq-plus-apk-download.html/

এটাও একটি Customizable Music Player. Theme থেকে শুরু করে সবকিছুই আপনারা নিজে নিজে Customize করতে পারবেন। এখানে কি কি ফিচারগুলো আছে তার কথা বলি।

১)এখানে অনেকগুলো Visualizer এর Option পাবেন সেট করার জন্য।

২)মোট ২৪টি Visualizer রয়েছে এখানে।

৩)এছাড়াও কিছু Audio effects এর Option পাবেন গান শোনার স্বাদকে আরো সুন্দর করে তোলার জন্য।

৪)Lyrics এর Option পাবেন।

৫)আপনি চাইলে Controls, Volume bar, progess bar, track number সব Hide করে রাখতে পারবেন। এগুলো যদি Disturbing মনে হয় তবে।

৬)No interrupt Notification এর মাধ্যমে যখন কোনো Notification আসে তখন গানের যেন কোনো সমস্যা না হয় মানে সাধারনত যখন কোনো নোটিফিকেশন আসে তখন গানের সাউন্ড লো হয়ে যায় আর নোটিফিকেশনের সাউন্ড বেড়ে যায়। এক্ষেত্রে এই Option টি Enable করে দিলে সে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন।

৭)No interrupt ring এর Option ও এখানে পেয়ে যাবেন।

৮)Lockscreen কে কাস্টমাইজ করতে পারবেন।

৯)Shake করে অনেক কিছু করতে পারবেন যেমনঃ গান পালটানো, গান থামানো, গান আগে পিছনে করা বা আগে পরের গান প্লে করা ইত্যাদি।

১০)একবার Shake করে একটা আর দুইবার Shake করে অন্যটা set করতে পারবেন।

সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। customization এর ভালো ভালো Option আছে। আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন।

এপ্লকেশনটির কিছু স্ক্রিনশটসঃ

2) 🔥 App Name : Musicolet

🔥 App link : https://moddroid.co/musicolet-music-player.html

Simple এর ভিতরে আমার Favourite মিউজিক প্লেয়ার হচ্ছে এটি। আমি জানি অনেকে এই পোস্ট দেখার পর আমাকে যা তা বলবে। কারন বেশিরভাগ মানুষই Poweramp এর Fan. আমিও Poweramp এর অনেক বড় Fan. আমি Poweramp আমার Main music player হিসেবে ব্যবহারও করি। কিন্তু Poweramp সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই আজকাল ভালো ধারনা আছে। তাই আমার লিস্টে এটাকে Add করিনি। Poweramp এর মতো Simple এর ভিতরে ভালো কোনো music player খুব কমই পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে এর ভালো cracked version টা পাওয়া যায় না তেমন। পাওয়া গেলেও তা ৩০ দিনের ফ্রি ট্রায়াল ভার্সনটা। আর mod যেগুলো আছে সেগুলোতে ফাইল স্ক্যান করার পর লোড হয়না। তবে আমার কাছে এর আসল crack (pro) version টা আছে যা আজীবন চলবে কোনো সমস্যা ছাড়াই। আপনারা চাইলে আমি সেটা আমার পরের পোস্টে লিংকসহ দিয়ে দিতে পারি।

যাই হোক, তবুও আমি বলবো এই Music player টাকে একবার হলেও Try করে দেখতে। কারন এর Minimal look আপনার পছন্দ হতে পারে। তবে এর বিশেষত্ব হচ্ছে এই এপ্লিকেশনটিতে কোনো Ads নেই। আমি mod version এর লিংক দিয়েছি বলে বলছি না। প্লেস্টোরের ভার্সনেও কোনো Ad নেই। আপনি সারাদিম wifi/data on করে রাখলেও পাবেন না। এই কারনে প্লেস্টোরের ভিতর আমার এই প্লেয়ারটাকে সবচেয়ে বেশি ভালোলাগে। প্লেস্টোরের বেশিরভাগ মিউজিক প্লেয়ার এপ্লিকেশনগুলোতে Ads পাওয়া যায়। তবে এটাতে পাবেন না। তাই Install করে দেখতে পারেন। এর Simple UI আপনাকে নিরাশ করবে না। আর ফাস্টও আছে অনেক। তাই আমি এটা ডাউনলোড করার জন্যে রিকমেন্ড করবো।

এপ্লকেশনটির কিছু স্ক্রিনশটসঃ

1) 🔥 App Name : Stellio Player

🔥 App link : https://rexdl.com/android/stellio-music-player-apk.html/

এটা যখন আমি ডাউনলোড করে ইন্সটল করে নিজের মতো করে Customize করি তখন থেকেই আমার ভালোবাসা জন্মে যায় এই Music Player টির প্রতি। অনেকেই হয়তোবা এর নাম শুনেছেন। না শুনলে আপনি এই পোস্ট থেকে জেনে যান।

এটাকে আমি আমার লিস্টে ১ নাম্বারে রেখেছি এর ফিচারের জন্য না, বরং এর Theme & Ui এর জন্য। ফিচারের কথা নিয়ে ভাববেন না। অনেক ফিচার আছে। এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যদি আমার মতো একজন সত্যিকারের Customization lover হয়ে থাকেন তবে এটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানে আরো একটি স্পেশাল ফিচার আছে যা অন্যান্য মিউজিক প্লেয়ারগুলোতে নেই। এতে আছে। এই মিউজিক প্লেয়ারে আপনার ভিডিও যত ফাইল আছে সেগুলো অডিওতে অটোমেটিক এই এপ কনভার্ট করে আপনার লিস্টে এড করে দিবে। আপনার এক এক করে সব ভিডিও ফাইলকে অডিওতে কনভার্ট করার ঝামেলা আর থাকছে না।
এখানে আপনারা Stellio store নামের একটি Option পাবেন যেখান থেকে বিভিন্ন রকমের Theme Apply করতে পারবেন। এছাড়াও এর Theme গুলো নিয়ে প্রচুর Mod আপনারা গুগলে পেয়ে যাবেন। যেটা পছন্দ সেটা ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এটাকে লিস্টের প্রথমে যে কারনে রেখেছি সেটা হচ্ছে এটার Ui থেকে শুরু করে সবকিছু আমার কাছে একটু বেশি Unique মনে হয়েছে।

এপ্লকেশনটির কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে বলতে চাই,আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছেও যে ভালো লাগবে এমনটা কিন্তু নয়। যদি একটিও ভালো লাগে তবে জানাবেন। আর না লাগলে নেগেটিভ কমেন্ট করবেন না। যুগ পাল্টাচ্ছে। একটু unique কিছু ব্যবহারের স্বাদ তো সবাই পেতে চায়। আমার কাছে যেসব জিনিসগুলো unique লাগে তা আবার আপনাদের কাছে নাও লাগতে পারে। তবুও আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু সম্পর্কে অবগত করতে। আমি সবকিছু নিজে Try করে পরেই পোস্ট লিখি। এখন পর্যন্ত কোনো পোস্ট আমি নিজে Try না করে লিখিনি। কারন আমি চাই অন্যেরটা কপি না করে নিজে যা পারি তা জানাতে। তাই যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post (Part-1) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player appeared first on Trickbd.com.

(Part-2) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player

$
0
0

Hello Everyone,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই পোস্টে আমি কথা বলবো এমন ৫ টি Music Player নিয়ে যেগুলো Customization প্রেমী মানুষদের ভালো লাগবে বলে আশা করছি। আপনি যদি একজন Customization Lover না-ও হয়ে থাকেন তবুও আমি বলবো আপনাকে একবার হলেও এখান থেকে যেটা পছন্দ সেই Music Player টাকে একবার হলেও ইন্সটল করে দেখতে। ভালো লাগতেও পারে। যাই হোক, আর কথা বাড়াবো না। শুরু করে দিই।

🔥 App Name : Mezzo

🔥 App link : https://rexdl.com/android/music-player-mezzo-apk.html/

যারা বেশি Customization পছন্দ করেন না শুধু একটি Music Player চলার মতো হলেই হলো এমন কিছু চাচ্ছেন তাদের জন্যে এই মিউজিক প্লেয়ারটি সাজেস্ট করবো। এর বিষয়ে বেশি কিছু বলবো না। আপনারা নিজেরাই চেক করে নিবেন। একটা কথা অবশ্যই বলবো আর তা হচ্ছে এটি খুবই সিম্পল আর মিনিমাল একটি এপ্লিকেশন। বাকীটা আপনারা ইন্সটল করে দেখে নিন।

বোঝার সুবিধার্থে কিছু স্ক্রিনশটসঃ

4) 🔥 App Name : Pulsar

🔥 App link : https://rexdl.com/android/pulsar-music-player-pro-apk.html/

এই Music player কে সিম্পলের ভিতরে গর্জিয়াস বলাই যায়। কেননা এই মিউজিক প্লেয়ারকে সিম্পলের ভিতরে এত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার দেখতেই ভালো লাগবে। যারা বেশি কাস্টমাইজেশন পছন্দ করেন না তবে সিম্পলের ভিতর ভালো একটি মিউজিক প্লেয়ার চাচ্ছেন তাদের জন্যে এটা রিকমেন্ড করবো।
Simple UI হওয়ায় খুবই ফাস্ট কাজ করে। আমি কোনো Bug পাইনি।

কিছু ফিচারের কথা বলি।

১)এখানে স্পেশাল বলতে গেলে Speed চেঞ্জ করার অপশন আছে যা সব মিউজিক প্লেয়ারে পাওয়া যায় না। তার সাথে Pitch ও পাল্টাতে পারবেন।

২) সুন্দর একটি Visualizer দেওয়া আছে। যা দেখতে ভালো লাগে।

৩) সুন্দর Theme আছে অনেকগুলো। সবগুলোই UI এর সাথে খুব ভালোভাবে মানায়।

৪) Gapless playback পাচ্ছেন এখানে।

৫) Lockscreen এ Artwork দেখানোর Option ও পাবেন

সিম্পলের ভিতরে আমার কাছে ভালোই লেগেছে। আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন।

Screenshots of the app :

3) 🔥 App Name : Muzio Player

🔥 App link : https://rexdl.com/android/audio-beats-music-player-premium-apk.html/

এই প্লেয়ারটি আমি অবশ্যই Customization লাভারদের সাজেস্ট করবো। এখানে আছে প্রচুর ফিচার। সবচেয়ে আকর্ষনীয় ফিচারগুলো নিয়েই তাহলে কথা বলি।

1) এখানে আলাদা করে Audio Books এর Option আছে। আপনারা যারা Audio Books শুনেন তাদের কাজে দিবে বলে আশা করছি।

2) Mp3 Cutter – জি এটা একটা মিউজিক প্লেয়ার আর এখানে Mp3 Cut করার অপশন আছে। যা একে অন্যান্য মিউজিক প্লেয়ার থেকে Unique করেছে।

3) Scan media – দাড়ান। আগে শুনুন কি বলছি। Scan media প্রত্যেকটা প্লেয়ারে আছে আমি জানি আর থাকবে এটাও সবাই জানে। কিন্তু এখানে একটা স্পেশাল ফিচার আছে যা অন্য গুলোতে নেই। আপনারা এখানে 30 second বা 60 second এর কম যে Audio file গুলো আছে সেগুলো ইগনোর করার Option পাবেন Scan করার সময়। আরো একটা ফিচার আছে এখানে। সেটি হচ্ছে 50 kb এর নিচের ফাইলগুলোকে ইগনোর করে স্ক্যান করার অপশন এখানে পেয়ে যাবেন।অনেকেই এটাকে কাজের বলে মনে করবে আমি জানি। কারন এটা আমার কাছে অনেক কাজের লেগেছে।

4) Theme – এখানে প্রচুর Theme selection এর Options পাবেন। অনেকগুলো Unqiue ও আছে। আর প্রত্যেকটা Theme এত সুন্দর ভাবে Design করা হয়েছে যে এটা আপনাকে মুগ্ধ করবেই।

5) Player theme এর আলাদা আলাদা Option ও পাচ্ছেন এখানে।

6) Improve album quality art এর মাধ্যমে album art সেগুলোর Quality খারাপ সেগুলোকে improve করতে পারবেন।

7) Shake To Change এর মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে shake করে মিউজিক পাল্টাতে পারবেন।

8) Gapless playback এর মাধ্যমে গানের শেষে যে silence টা থাকে সেটাকে bye bye বলে দিতে পারবেন। Nonstop music প্লে করার মজা নিতে পারবেন এর মাধ্যমে।

9) এখানে আপনারা যা যা Setting change করে Customization করে রাখবেন তা Backup & Restore করার আলাদা Option ও পেয়ে যাবেন।

10) আলাদা একটি Lockscreen সেট করে রাখতে পারবেন যা Aesthetics feel দেয়।

এছাড়াও আরো অনেক Cool features আছে যা বললে অনেক লেখা লাগবে।

আপনারা ইন্সটল করে দেখে নিবেন।
নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কিছুঃ

2) 🔥 App Name : Pixel+

🔥 App link : https://rexdl.com/android/pixel-music-player-plus-apk.html/

এই Music Player টি আমার কাছে অনেকটাই Unique মনে হয়েছে। এর স্পেশাল ফিচারগুলো অন্যান্য মিউজিক প্লেয়ারের সাথে Match করবে না। কারন অন্যান্য মিউজিক প্লেয়ারে সেগুলো সাধারনত আপনারা পাবেন না। ফিচারগুলো নিয়েই কথা বলি :

1) মিউজিক প্লেয়ারগুলোর একটি সমস্যা হচ্ছে এগুলোতে সবসময় গান একটার পর আরেকটা সিরিয়ালি চলে বা একটা গানই বারে বারে চলে বা Randomly Shuffle হয় এমন কিছু Option ই দেওয়া থাকে সাধারনত। কিন্তু এখানে এগুলোর সাথে এক্সট্রা একটা ফিচার আছে যা সচরাচর দেখা যায় না। কেমন হতো যদি আমরা একটা গান শোনার সাথে অন্য গান আগে থেকে সিলেক্ট করে রাখতে পারতাম যেকোনো জায়গা থেকে? হ্যাঁ সে Option এখানে দেওয়া আছে। আপনি চাইলে যেকোনো গান লিস্টের যেকোনো জায়গা থেকে সিলেক্ট করে রাখতে পারবেন আর সেটা একটার পর আরেকটা সেই সিলেকশন অনুযায়ী প্লে হবে।

2) Radio stations নামের একটি আলাদা Category দেওয়া আছে যেখানে আপনারা international প্রচুর রেডিও Channel পেয়ে যাবেন আর Genre অনুযায়ী আলাদা আলাদা যা আপনার ইচ্ছা সে রেডিওগুলো শুনতে পারবেন। এটা আপনারা অন্য কোনো মিউজিক প্লেয়ারে পাবেন না।

3) 3D Sound এর একটা Option আছে Equalizer এ। এর মাধ্যমে আপনারা আপনাদের গান শোনার Experience কে একটি ভিন্ন স্বাদ দিতে পারবেন। সাথে Bass boost এর Option তো থাকছেই।

4) Color অনুযায়ী Theme Select করতে পারবেন। প্রত্যেকটাই অনেক সুন্দর দেখায়। Minimalistic এর মধ্যে Ui টা অনেক সুন্দর করে Design করা হয়েছে যা অনেকটা Aesthetic Vibe দেয়।

5) এখানে Transitions এর Option আছে। মোট ১০টি আলাদা আলাদা Transition সেট করতে পারবেন আলাদা একটি লুক দেওয়ার জন্য।

6) Lyrics এর Option তো সাথে থাকছেই।

এছাড়াও আরো যা যা লাগে তা আপনারা পেয়ে যাবেন এই অসাধারন Music Player এ। এর Design আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এতটুকু তো বলতেই পারি। আর তাছাড়া মিউজিক প্লেয়ারটি খুব ফাস্ট কাজ করে। তাই আমার কাছে ভিষণ ভালো লেগেছে এই মিউজিক প্লেয়ারটি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিলামঃ

1) 🔥 App Name : Eon Player (Pro)

🔥 App link : https://rexdl.com/android/eon-player-pro-apk-mod.html/

এটি আমার দেখা সবচেয়ে ভালো মিউজিক প্লেয়ারগুলোর মধ্যে একটি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এর সুন্দর design আর interface। আর এই মিউজিক প্লেয়ারটি অন্যান্য মিউজিক প্লেয়ার থেকে অনেক ফাস্ট। লাইটওয়েইট আর ফাস্টের কারনে অনেকের কাছেই ভালো লাগতে পারে। সবকিছু এত Simple ভাবে দেওয়া আছে যে আপনি যদি একজন Customization প্রিয় মানুষ হয়ে থাকেন তবে আপনার পছন্দ হবেই।
এই Music Player এর যেসব বিশেষ ফিচার গুলো আমাকে মুগ্ধ করেছে তা এক এক করে বলছি।

1) Playback stats – আমি এই সিস্টেমের মিউজিক প্লেয়ার অনেক খুজেছি। কিন্তু পাইনি। এই মিউজিক প্লেয়ারে সেটা আছে। এটার কাজ হচ্ছে আপনি Life time যতক্ষন মিউজিক শুনবেন তা এই মিউজিক প্লেয়ার Track করে রাখবে।

2) Full Screen – আপনি চাইলে আপনার নোটিফিকেশন বারকে ডিসেবল করে প্লেয়ারটি ফুল স্ক্রিনে দেখতে পারবেন।

3) Theme and Color – এখানে আছে অনেক সুন্দর সুন্দর Theme. আপনি চাইলে নিজেও পছন্দমতো Theme design করে ব্যবহার করতে পারবেন।

4) Player skin – আপনি এখানে Player skin পাল্টাতে পারবেন যেগুলো এখানে Default ভাবে দেওয়া আছে। আপনি হতাশ হবেন না এর নিশিচয়তা দিতে পারি।

5) Fonts – হ্যাঁ আপনি চাইলে এটায় ১০ রকমের ফন্ট ব্যবহার করতে পারবেন।

6) Album Art নিয়ে নানান রকম Customization করতে পারবেন

৭) Resume After call – আপনার ফোনে কল আসার সাথে সাথে এটার মিউজিক Pause হয়ে যাবে। এরপর কল শেষ হলে আবারো চালু হয়ে যাবে।

৮) Lyrics এর Option ও আছে।

৯) এই এপ্লিকেশনটিতে প্রত্যেক গানের ক্ষেত্রে আলাদা আলাদা album colour পাল্টাবে অটোমেটিকভাবে যেটা এই মিউজিক প্লেয়ারে Default ভাবে set করা আছে। দেখতে অনেকটা aesthetic vibe দেয়। দেখতে অসাধারণ লাগে।

এছাড়াও আরো কিছু ফিচার আছে যা আপনারা নিজেরা চেক করে নিবেন।

নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম এপ্লিকেশনটিরঃ

অবশেষে বলতে চাই,আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছেও যে ভালো লাগবে এমনটা কিন্তু নয়। যদি একটিও ভালো লাগে তবে জানাবেন। আর না লাগলে নেগেটিভ কমেন্ট করবেন না। যুগ পাল্টাচ্ছে। একটু unique কিছু ব্যবহারের স্বাদ তো সবাই পেতে চায়। আমার কাছে যেসব জিনিসগুলো unique লাগে তা আবার আপনাদের কাছে নাও লাগতে পারে। তবুও আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু সম্পর্কে অবগত করতে। আমি সবকিছু নিজে Try করে পরেই পোস্ট লিখি। এখন পর্যন্ত কোনো পোস্ট আমি নিজে Try না করে লিখিনি। কারন আমি চাই অন্যেরটা কপি না করে নিজে যা পারি তা জানাতে। তাই যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post (Part-2) Customization ও Music লাভারদের জন্যে নিয়ে আসলাম ৫ টি Unique Music Player appeared first on Trickbd.com.

আপনার ফোনে থাকা সকল Calls & Messages Backup করুন কয়েক সেকেন্ডের মধ্যে আর সেগুলো যখন প্রয়োজন তখন Restore করুন!

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টে আমি যে App টি নিয়ে কথা বলবো সেটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনে থাকা সকল মেসেজ এবং কল লগ একটি ফাইলে বেকআপ করে রাখতে পারবেন। তার সাথে সেগুলো Transfer ও করতে পারবেন। এছাড়াও সেগুলো Google Drive, One drive,Dropbox,WebDav তেও আপলোড করে রাখতে পারবেন backup করার সাথে সাথে। আপনি চাইলে daily /weekly / hourly automatic schedule করে backup করে রাখার সুবিধাও পাবেন। সেগুলো চাইলে Print করেও রাখতে পারবেন। Print বলতে যারা মোবাইল ডিভাইস ব্যবহার করছেন তারা আলাদা আলাদা করে সেগুলো Pdf আকারে Save করে রাখতে পারবেন। এছাড়াও চাইলে specific ভাবে যেগুলো conversation ইচ্ছা সেগুলোও বেকআপ করে রাখতে পারবেন।

🔥 App Name : Sms Backup And Restore Pro
🔥 App Link : https://rexdl.com/android/sms-backup-restore-pro-apk.html/

(আমি Pro Version এর Link দিয়ে দিচ্ছি এতে Ads আসবে না)

যারা বুঝেননি তাদের নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

আশা করি এই App টি আপনাদের অনেক কাজেই লাগবে। যারা মোবাইল ফোন Restore দেওয়ার সময় নিজের গুরুত্বপূর্ণ মেসেজগুলো হারাতে ভয় পান বা মোবাইল চুরি হয়ে গেলে বা কোনো দূর্ঘটনা ঘটে গেলে এ সমস্ত কল/মেসেজের ডেটাগুলো হারাতে যেন না হয় তার সলিউশন দিবে এই এপ্লিকেশনটি। আমি প্রত্যেকবার মোবাইল Restore দেওয়ার আগে সব এই App এর মাধ্যমে Backup করে রেখে দিই। যারা জানেন না তাদের জন্যে অনেক সাহায্য করবে। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে।
This is 4HS4N
Logging Out…..

The post আপনার ফোনে থাকা সকল Calls & Messages Backup করুন কয়েক সেকেন্ডের মধ্যে আর সেগুলো যখন প্রয়োজন তখন Restore করুন! appeared first on Trickbd.com.

(পর্ব-৬) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-6)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই।

5) 🔥 Bot name : Urban Dictionary Bot

🔥 Bot username : @urbdict_bot

এই বটটি একটি ডিকশনারির কাজ করে। তবে এটি English To Bangla এমন ডিকশনারির কাজ করবে না। তবে যারা Students আছেন তাদের জন্যে এই বট অনেক সাহায্য করবে।
আপনি এই বট /start command দেওয়ার পর আপনি যেকোনো word,phrase, sentence ইত্যাদি যা প্রয়োজন তা লিখে সেন্ড করবেন। এরপর এক সেকেন্ডের মধ্যে বট আপনাকে তার full history বলে দিবে। যেমনঃ Definition, Example, tank, hank ইত্যাদি। এছাড়াও এই বটে random entry নামক একটি কমান্ড আছে যার মাধ্যমে আপনারা randomly বট থেকে কোনো word, phrase ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এক কথায় যারা পড়ালেখা করেন বা জ্ঞানপিপাসু মানুষজন আছেন যারা নতুন নতুন বিষয় সম্পর্কে শিখতে চান তাদের জন্যে এই বটটি অনেক উপকারী হবে বলে আমি মনে করি। তাই অবশ্যই চেক করে দেখবেন। আমার কাছে অনেক কাজের লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

 

4) 🔥 Bot name : Anilist bot

🔥 Bot username : @theanimebot

Anime lover বা যারা Anime দেখেন তাদের জন্যে এই বটটি অনেক উপকারে আসবে বলে মনে করছি। এই বট ব্যবহার করা অনেক সহজ। আপনি /start কমান্ড দিয়ে বটটি start করুন। এরপর যেকোনো Group/chat এ গিয়ে @theanimebot লিখে একটি space দিবেন এবং সাথে সাথে বটটি কাজ করা শুরু করে দিবে। এরপর আপনি যে Anime সম্পর্কে জানতে চাচ্ছেন তার নামটি লিখবেন আর তার সাথে সাথে বট আপনাকে সে Anime সম্পর্কে সকল তথ্য দিয়ে দিবে। যেমনঃ Anime টি কোন টাইপের (Movie নাকি Series) এরপর episode কতটি, রেটিং কত (এটি anilist এর রেটিং সিস্টেম মেনে চলে) এরপর কোন Genre এর (action/romance/mystery/sci-fi ইত্যাদি) এরপর এর summary সহ সবকিছু আপনাকে দিয়ে দিবে। তার সাথে Anilist/ myanimelist এর লিংকও provide করে দিবে। বলে রাখি এটি কোনো official bot না। unofficial হওয়া সত্যেও যথেষ্ট ভালো কাজ করে। আমি কোনো সমস্যা পাইনি। আপনার যদি কোনো anime সম্পর্কে জানতে ইচ্ছে করে তবে এই বটটির মাধ্যমে খুব সহজেই সেই Anime সম্পর্কে জানতে পারবেন। আশা করি যারা Anime দেখেন তাদের একটু হলেও কাজে দিবে।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

3) 🔥 Bot name : The saint’s bot

🔥 Bot username : @saints_bot

এই বটটি অনেকেই পছন্দ করবেন বলে আশা করি। কারন এর কাজটি অন্যান্য যে বটগুলোর কথা বলেছি সেগুলো থেকে আলাদা। এই বটটি সাধারনত Google এর মতো কাজ করে। আপনি এই বটের মাধ্যমে বিভিন্ন ছবি/ই-বুক সার্চ করতে পারবেন। বুঝেন নি? বুঝিয়ে বলছি।
প্রথমে বটটিকে start করে Menu তে ক্লিক করুন কমান্ড জানার জন্য। আমি যেহেতু কমান্ডগুলো বলে দিচ্ছি তাই সেটাও করতে হবে না। যাই হোক, আপনি যদি কোনো কিছুর ছবি চান তবে /photo কমান্ডটি দিন। এরপর বট আপনাকে কোন জিনিসের ছবি চাচ্ছেন সেটা সম্পর্কে জানতে চাইবে। আপনি যেটি সম্পর্কে জানতে চান সেটির নাম লিখে সেন্ড করবেন। আর বট সাথে সাথে আপনাকে সে Related নানান রকম ছবি পাঠাবে। এছাড়াও সেটার definition ও google speech এর মাধ্যমে audio ও পাঠাবে। চিন্তা করবেন না। যদি পরেরবার আবার একই নাম দিয়ে সার্চ দেন তবে আপনাকে একই ছবি পাঠাবে না। ভিন্ন ছবি পাঠাবে। আর যাদের books লাগবে তারা /books কমান্ডটি দিবেন। আর তারপর যে বইটি চাচ্ছেন তার নাম দিন আর বট আপনাকে সেটি পাঠিয়ে দিবে। Google এর কাজটি আপনাকে এ বট করে দিবে। আপনাকে শুধু নামটি লিখতে হবে আর বট বাকি কাজগুলো আপনার হয়ে করে দিবে। চিন্তা করবেন না Direct Download লিংকই পেয়ে যাবেন।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

2) 🔥 Bot name : Myanimelist X

🔥 Bot username : @MAL_X_bot

আরো একটি Anime Related বট।
আগেরটি যেটি দিয়েছি সেটি anilist এর সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করে। আএ এটি myanimelist এর। তাই যাদের anilist ভালো লাগে না তারা এটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আগের বটটি যদি কাজ না করে তবে এটি ব্যবহার করতে পারেন। এই বট আপনারা যেকোনো chat/group/channel এ ব্যবহার করতে পারবেন। বটটিকে start করে যেকোনো ইনবক্সে গিয়ে @MAL_X_bot লিখে space দেওয়ার সাথে সাথে বটটি active হয়ে যাবে। এরপর আপনি যে anime সম্পর্কে জানতে চাচ্ছেন তার নাম লিখবেন আর বট আপনাকে আপনার কাংখিত ফলাফল জানিয়ে দিবে। এছাড়াও আপনারা এখানে manga ও সার্চ করতে পারবেন। এছাড়াও এখানে Top ranking anime/manga এর লিস্ট আপনারা পেয়ে যাবেন তাই সেটা নিয়েও চিন্তা করতে হবে না। আমার কাছে আগের বটটি থেকে এ বটটিকে বেশি ভালো লেগেছে কারন এখানে সবকিছু অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আশা করি এই বটটিও আপনাদের কাজে দিবে। সবার না দিলেও যারা Anime দেখে তাদের কাজে ঠিকই দিবে বলে আশা করছি।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

1) 🔥 Bot name : Search bot

🔥 Bot username : @ribot

এই বটটি আগের বটের মতই কাজ করে। তবে একটু ভিন্নভাবে। আপনি এই বটটিকে যেকোনো chat/channel/group এ ব্যবহার করতে পারবেন। প্রথমে বটে ঢুকে /start কমান্ডটি দিন। এরপর যখন বট চালু হয়ে যাবে তখন আপনি যেকোনো ইনবক্সে গিয়ে শুধু @ribot লিখে একটি space দিবেন আর সাথে সাথে বটটি চালু হয়ে যাবে। এরপর আপনি google এ কি চান সেটি অন্য ব্রাউজারে গিয়ে লিখে search দিয়ে না এনে সরাসরি telegram থেকেই search দিয়ে নিয়ে আসতে পারবেন। এটি আপনাকে ব্রাউজার ব্যবহারের ভিন্ন একটি স্বাদ দিবে। এই বটে search করার সাথে সাথে আপনাকে বিভিন্ন সাইটের লিংক সহ একটি আলাদা পেজ দেখাবে যা সাধারনত ওয়েব ব্রাউজার গুলো করে। আপনার অনেকটা সময় বাচিয়ে দিতে পারে যদি আপনি এর ব্যবহার যথাযথ ভাবে করতে পারেন। আশা করি উপকারে আসবে।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-৬) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-6) appeared first on Trickbd.com.

(পর্ব-৭) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-7)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই।

 

5) 🔥 Bot name : Text2Gif Bot

🔥 Bot username : @text2gifBot

এই বটের কাজ হচ্ছে text কে gif এ রুপান্তর করা। না সাধারন কোনো gif না। আপনি যে text দিবেন সে text কে নিয়ে gif বানিয়ে আপনাকে দিবে। আপনার নাম দিলে আপনার নাম বসিয়ে অনেক gif আপনাকে সাথে সাথে পাঠাবে। কিভাবে কাজ করে সেটা বলছি। প্রথম /start কমান্ড দিয়ে বটটি চালু করুন। এরপর যেকোনো chat/group/channel এ গিয়ে ইনবক্সে @text2gifBot লিখে একটা space দিন। এরপর আপনার কাংখিত text/নামটি লিখুন। বট সাথে সাথে আপনার সেই Text দিয়ে gif generate করে দিবে। এরপর আপনি সেই gif কাউকে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন অথবা ডাউনলোডও করে রাখতে পারবেন। আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিবো কেমন ভাবে gif পাবেন সেটার। আমার কাছে এই বটটি অসাধারন লেগেছে। unique একটি বট। এমন বট আমি এই প্রথম দেখলাম তাই এটা আমার লিস্টে রেখেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

4) 🔥 Bot name : Tenor Gif Search

🔥 Bot username : @tenorbot

আমি জানি gif নিয়ে আবারো একটা বটের কথা লিখছি। কিন্তু এই বট আগের মতো না। আপনারা অবশ্যই tenor এর কথা জানেন। এই বটটি সেই কাজই করে। এই বটের মাধ্যমে আপনারা যে কারো ইনবক্সে বিভিন্ন gif পাঠাতে পারবেন। শুধু বটটিকে প্রথমবার start করে ইনবক্সে গিয়ে
@tenorbot লিখে space দিবেন এবং যে related gif চান সেটির নাম লিখবেন আর সাথে সাথে gif পেয়ে যাবেন। meme lover দের জন্যে ভালো এই বটটি। যারা chatting এ meme gif গুলো চান তারা এই বটটি ব্যবহার করে দেখতে পারেন।

প্রমানসহ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

3) 🔥 Bot name : Ban Warn Bot
🔥 Bot username : @BanWarnBot

অনেকেই টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করার জন্যে বট চেয়েছিলেন। তাদের জন্যে এই বটটি উপকারী হতে পারে। এই বটটি আপনি আপনার গ্রুপে এড করার মাধ্যমে জানতে পারবেন কাউকে কতবার Warning দিয়েছেন। যদি আপনার নির্দিষ্ট করে দেওয়া warning এর পরেও কেউ group এ খারাপ কিছু করে তবে তাকে ban করতে পারবেন যা এই বটের মাধ্যমেই করা সম্ভব। আপনাকে শুধু আপনার গ্রুপে এই বটকে Admin বানাতে হবে। এরপর বটের chat এ ফিরে এসে চেক করতে পারবেন সবকিছু।
/listwarnings কমান্ডের মাধ্যমে আপনি warning list দেখতে পারবেন। এছাড়া setlimit kick, setlimit ban এগুলোও করতে পারবেন সহজেই। menu তে গিয়ে দেখে নিবেন।
আমি বর্তমানে কোনো টেলিগ্রাম গ্রুপ চালাই না তাই দেখাতে পারলাম না কিভাবে কাজ করে। আপনারা নিজেদের গ্রুপে টেস্ট করে দেখে নিয়েন।
ধন্যবাদ।

 

এখন যে দুটো Bot এর কথা বলবো সে দুটি বট একে অপরের পরিপূরক। আর এর চেয়ে অসাধারন বট আজ পর্যন্ত আমি খুব কম দেখেছি।
আপনি কি আপনার টেলিগ্রামের Theme নিজে Design করতে চান? তবে এই Bot আপনাকে সাহায্য করবে সেটি করতে। হ্যাঁ এই বট দুটির মাধ্যমে আপনারা নিজেদের Telegram Theme নিজেরা তৈরি করতে পারবেন। বাকীসব বিস্তারিত বলছি।

(2+1)

🔥 Bot name : Create Attheme
🔥 Bot username : @createAtthemeBot

এই বটের মাধ্যমে আপনারা টেলিগ্রামের Theme নিজেরা বানাতে পারবেন। তার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে যা খুবই সহজ আর সময় খুবই কম লাগে। আপনাকে বেশি কিছু কিছুই করতে হবে না। শুধু বটকে /start command দিন। এরপর বট বলবে আপনাকে একটি ছবি পাঠাতে যার উপর based করে আপনি আপনার theme টি বানাবেন। টেলিগ্রাম বটকে ছবি পাঠান। আর বটটি সাথে সাথে সেই ছবির উপর বেসড করে একটি নতুন Theme আপনাকে সাথে সাথে বানিয়ে দিবে।
কি অবাক হচ্ছেন? আমিও অবাক হয়েছিলাম প্রথমবার যখন বটটি দেখি। এক কথায় আমার দেখা সেরা বটগুলোর মধ্যে একটি। এখন আপনি নিজে নিজেই টেলিগ্রামের Theme Design করুন আর সবাইকে তাক লাগিয়ে দিন।

🔥 Bot name : Theme Preview Bot

🔥 Bot username : @ThemePreviewBot

এই বটটির কাজ বেশি কিছু না। এই বটের মাধ্যমে আপনারা পূর্বে যে Theme টি বানিয়েছেন সেটি এই বটকে সেন্ড করার সাথে সাথে তার minimalistic অথবা ordinary look টি আপনাদেরকে পাঠাবে।
ঠিক এইভাবেঃ

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-৭) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-7) appeared first on Trickbd.com.

(পর্ব-৮) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-8)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই।

 

5) 🔥 Bot name : Telescope To Channel Bot
🔥 Bot username : @ts2chbot

এই বটের কাজ এখন পর্যন্ত দেখা সকল বটের থেকে Unique. এই বটের মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা অন্য কাউকে চমক দিতে পারবেন। এই বটের কাজ হচ্ছে যেকোনো নরমাল ভিডিওকে টেলিস্কোপের মত করে তৈরি করা। আপনাকে শুধু সে ভিডিওটি পাঠাতে হবে যেটির টেলেস্কোপ আপনি বানাতে চান। আর বট সেটি তৈরি করে আপনাকে পাঠাবে। আপনি সেটি যেকাউকে forward করে পাঠাতে পারবেন।

কেমন দেখায় তা নিচে স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলোঃ

4) 🔥 Bot name : Subtitle bot
🔥 Bot username : @SubtitleDLbot

না আমি একই বট নিয়ে দুইবার লিখছি না। আগের বটটি যদি কখনো কাজ না করে তার alternative হিসেবে এ বটটি দিচ্ছি। আর এই বটে আপনারা সব সাবটাইটেল গুলো সাজানো গুছানো পেয়ে যাবেন। সব Quality এর সাবটাইটেলই আশা করি এখানে পেয়ে যাবেন।
নিচে স্ক্রিনশটের মাধ্যমে তার প্রমান দেখিয়ে দিচ্ছিঃ

3) 🔥 Bot name : Subtitles bot (2)

🔥 Bot username : @subtitle_dl_bot

এখন থেকে আপনি টেলিগ্রামের মাধ্যমে যেকোনো মুভির subtitle ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আপনি এই বটটির সাহায্যে যেকোনো মুভির যত সাবটাইটেল available আছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। আর সাথে সেগুলো টেলিগ্রামের ডিরেক্ট ডাউনলোড লিংক হিসেবে। আপনাকে শুধু বটটি /start command দিয়ে start করতে হবে। এরপর যে মুভির সাবটাইটেল আপনি চাচ্ছেন সেটির নাম লিখে সেন্ড করুন। বটটি সাথে সাথে সে নাম related সকল সাবটাইটেল আপনাকে ডাউনলোড লিংক সহ পাঠিয়ে দিবে। বলে রাখা ভালো, আপনি যে সাবটাইটেলটি চান সেটির নাম্বার আপনাকে শো করানো হবে। সেই নাম্বারে ক্লিক করার সাথে সাথে আপনাকে সে সাবটাইটেলের লিংকটি দিয়ে দেওয়া হবে। এখন থেকে আপনাকে আর কষ্ট করে এখন থেকে সাবটাইটেক খোজার জন্য এদিক সেদিক দৌড়াতে হবে না 😁
আপনার কাজকে সহজ করে দেওয়ার জন্যে এই বটটিকে তৈরী করা হয়েছে।
আশা করি এই বটটি অনেকেরই কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাবেন। জানাতে ভুলবেন না।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলামঃ

 

2) 🔥 Bot name : The Movie bot

🔥 Bot username : @MovieDatabaseBot

এই বটের কাজ হচ্ছে আপনাকে মুভি/টিভি শো/Series ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া। imdb এর কাজটিই করে মূলত এই বটটি। বটটি ব্যবহার করতে প্রথমে আপনারা /start command দিন। এরপর /movie command দিন যদি কোনো মুভি সম্পর্কে জানতে চান এবং তার সাথে space দিন। space দেওয়ার পর মুভির নামটি লিখুন। এরপর সেন্ড করুন। সাথে সাথে আপনাকে সে মুভি রিলেটেড যত তথ্য আছে সব আপনাকে পাঠিয়ে দিবে এই বট। imdb/tmdb/rotten tomato/metacritic এর রেটিংও সাথে দিয়ে দিবে। তার সাথে cast দের নামও দেখাবে। এরপর মুভিটি কতক্ষন ধরে চলবে মানে কত মিনিটের/ঘন্টার সেটাও আপনারা দেখতে পাবেন। তার সাথে কোন দেশের মুভি সেটিও দেখতে পারবেন। এছাড়াও মুভির ট্রেইলার, কোথায় দেখতে পারবেন, ওয়েবসাইট ইত্যাদি সব আপনাকে একইসাথে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে প্রতিবার গুগলে গিয়ে আর মুভি সার্চ দিতে হবে না। সব টেলিগ্রামেই করতে পারবেন।

নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছিঃ

 

1) 🔥 Bot name : Youtube download bot

🔥 Bot username : @Utube_downloadbot

আমার মনে হচ্ছে আমি এমন একটা বট নিয়ে আমার কোনো এক পোস্টে লিখেছিলাম। যাই হোক, ঐটা আরেক বট ছিল আর এইটা আরেক বট। যারা ঐ পোস্টটা দেখেননি তাদের জন্যে এই পোস্টটি। এই বটের কাজ সবাই আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এর কাজ হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা। আপনি যে ইউটিউবের ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন আপনাকে শুধু সে লিংকটি এই বটকে সেন্ড করতে হবে। আপনি কপি পেস্ট করে দিবেন। আর বট সাথে সাথে আপনাকে সে ভিডিওর 144p, 240p, 360p, 480p, 720p, 1080p, 2k, 4k (যদি থাকে) সব Quality এর লিংক এক এক করে একসাথে পাঠিয়ে দিবে। আপনি যেটি চান সেটি ডাউনলোড করে নিতে পারেন।

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-৮) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-8) appeared first on Trickbd.com.

(পর্ব-৯) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-9)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

 

5) 🔥Bot Name : The Cinema Bot

🔥Bot username : @thecinemarobot

এই বটটি imdb এর কাজ করে। আপনারা যারা কোনো Movie / Series এর Details জানতে চান তাদের জন্য এই বটটি। এই বটটিতে বিভিন্ন ফিচারস আছে যা আপনার অনেক কাজে আসবে বলে ধারনা করছি।
এই বটটি আপনাকে মুভি recommend করতে পারবে। এছাড়াও আপনার recent filter অনুযায়ী আপনাকে মুভি সাজেস্ট করবে। আপনি যেমন মুভি দেখতে পছন্দ করেন তেমন মুভিই আপনাকে সাজেশনে দেখাবে। এছাড়াও আপনারা একটি random মুভি সম্পর্কে জানতে চাইলে /recmovie বা /fimoner কমান্ড দিলে আপনাদের random movie দেখাবে। এছাড়াও আপনারা imdb/tmdb থেকে randomly movie এর সাজেশন পেতে পারেন। এছাড়াও এ বটের মাধ্যমে আপনারা imdb/tmdb থেকে tv show বা series ও পেতে পারেন randomly. tmdb/imdb থেকে random movie এরও সাজেশন পাবেন। আপনাকে শুধু menu থেকে গিয়ে বটের কমান্ডগুলো সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে imdb তে search ও করতে পারবেন এ বটের সাহায্যে। এই বটটি সাধারনত movie/series এর সাজেশন চাইতে ব্যবহার করতে পারেন। তাছাড়া tmdb/imdb এর রেটিং মুভির ডিটেইলস এর সাথে দিয়ে দিবে। এ নিয়ে চিন্তা করতে হবে না।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

4) 🔥Bot Name : Watery Bot

🔥Bot username : @waterybot

এই বটের কাজ এই পর্যন্ত যত বটের কথা বলেছি সেগুলোর মত না। In Fact, এই বটের কাজ খুব বেশিও না। এই বটের কাজ মাত্র একটি। সেটা খুবই ছোট্ট একটা কাজ। এই বটটির কাজ হচ্ছে আপনাদেরকে পানি খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া যেন আপনারা টেলিগ্রাম ব্যবহার করতে করতে বা অনলাইনে থাকতে থাকতে dehydrate না হয়ে যান 😁। আমি জানি এই বট লিস্টে রাখার ফলে অনেক গালি খেতে পারি। কিন্তু যারা সারাদিনে পানি কম খান বা একেবারেই খান না বা ভুলে যান তাদেরকে এই বট পানি খাওয়ার কথা মনে করিয়ে দিবে। শুধু বটকে কত মিনিট বা ঘন্টা পরপর আপনাকে পানি খাওয়ার কথা মনে করিয়ে দিতে হবে সেটা বলে দিবেন আর বট আপনাকে সে সময়ই মনে করিয়ে দিবে পানি খাওয়ার কথা 😁
Useless বলাও যায় আবার না-ও বলা যায়। ঐ আগের কথাতেই ফিরে আসি। সঠিকভাবে ব্যবহার করতে না পারলে Useless. আর কাজে লাগলে useful.

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

3) 🔥Bot Name : Textify – Image to text (OCR)

🔥Bot username : @TexifyBot

এই বটটি অনেকেরই কাজে লাগবে বলে আশা করছি। আমার কাছে বটটি খুব ভালো লেগেছে কারন বটের একটি স্পেশালিটি আছে। এই বট বাংলায় ও ইংরেজী উভয় টেক্সটই বুঝতে পারে আর আপনি যদি বাংলা লেখা কোনো ছবি থেকে বের করতে চান তবে correct ভাবে বাংলা লেখা আপনাকে টেক্সট আকারে দিয়ে দিবে।
আপনাকে এই শুধু যে ছবিটি থেকে আপনি লেখা বের করতে চান সে ছবিটি এখানে দিয়ে দিবেন। আর বট সাথে সাথে আপনাকে text format টা বের করে দিবে। আশা করি অনেকেরই উপকারে আসবে। যদিও এমন বট আগেও দিয়েছি কিন্তু ঐ বটগুলো বাংলা লিখা text আকারে বের করতে পারতো না। এই বটে সে ফিচারটি পেয়েছি তাই ভাবলাম লিস্টে এড করে নিই। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

2) 🔥Bot Name : Screenshot Generator Bot

🔥Bot username : @screenshotit_bot

 

এই বটটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন বলছি সেটা এখনই বুঝতে পারবেন। এই বটের মাধ্যমে আপনারা যেকোনো ভিডিও থেকে যতগুলো ইচ্ছা স্ক্রিনশট জেনারেট করতে পারবেন। বটটিকে চালু করিতে আপনাকে প্রথমে /start command দিতে হবে। তারপর আপনি যে ভিডিও থেকে স্ক্রিনশট জেনারেট করতে চান সে ভিডিওটি বটটিকে সেন্ড করতে হবে। এরপর বট সে ভিডিওটি কত মিনিট বা সেকেন্ডের সেটা দেখাবে। তার সাথে আপনাকে প্রশ্ন করবে আপনি কতটি স্ক্রিনশট জেনারেট করতে চান। ২ থেকে শুরু করে ১৫ পর্যন্ত স্ক্রিনশট জেনারেট করার অপশন পাবেন বটটিতে। তবে আপনি চাইলে manually screenshot generate করতে পারবেন আপনার ইচ্ছামতো। এছাড়াও আপনি চাইলে ভিডিওতে থাকা কোনো নির্দিষ্ট পার্ট trim করতে পারবেন এই বটের সাহায্যেই! আমার কাছে ইন্টারেস্টিং এ কারনেই লেগেছে। এ ছাড়াও আপনারা নিজেদের Watermark set করতে পারবেন এ বটের মাধ্যমেই।
watermark এ color, font size, position সহ white,medium,bottom left, no watermark, 30 second, সহ আরো কিছু options পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা নিজেদের ইচ্ছামতো এখানে কাজ করতে পারবেন।
বটের ফিচারগুলো unique এবং এমন ধরনের বট খুব একটা পাবেন না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

1) 🔥Bot Name : The Electronic Book Search

🔥Bot username : @pdfobot

এই বটটি আমার অন্য বটগুলোর তুলনায় বেশি ভালো লেগেছে। যারা বই পড়তে ভালোবাসেন বা বিভিন্ন বইয়ের pdf খোজেন তাদের জন্যে এই বটটি অনেক কাজে দিবে। বটটি ব্যবহার করতে /start command দিন। এরপর @pdfobot লিখে space দিন যেকোনো ইনবক্সে গিয়ে। সাথে সাথে বটটি চালু হয়ে যাবে। এখন আপনি যে book টি চাচ্ছেন সেটির নাম লিখুন। আর সাথে সাথে দেখতে পাবেন বট আপনাকে সে book গুলোর audiobook (mp3 format এ) আর pdf format গুলো দেখাবে। আপনার যেগুলো ইচ্ছা সেগুলো ডাউনলোড করতে পারবেন। যারা audiobook চাচ্ছেন তাদেরও কাজে দিবে বলে আশা করছি। এছাড়াও বইয়ের author, short description, summary এগুলোও দেখাবে সার্চ করার পর। তাই আপনারা বিভিন্ন বই সম্পর্কে জানতে চাইলে এই বটটি ব্যবহার করতে পারেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-৯) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-9) appeared first on Trickbd.com.


(পর্ব-১০) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-10)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

 

5) 🔥Bot Name : Minroobot

🔥Bot username : @minroobot

এটি হচ্ছে একটি গেমের বট। আপনারা যারা গেম খেলতে ভালোবাসেন তারা এই বটটি ব্যবহার করে দেখতে পারেন। একা বা কারো সাথে মিলেও খেলতে পারবেন। single player/ multiplayer mode আছে। গেমটির নিয়ম বুঝিয়ে দিই। আপনাকে গেমের শুরুতে অনেকগুলো খালি বাক্স দেখানো হবে। সেগুলোর কিছুতে থাকবে বম আর কিছু বক্সে বিভিন্ন নাম্বার থাকবে। আপনাকে guess করতে হবে কোন বাক্সে বম নেই। আপনি যদি কোনো বক্সে ক্লিক করেন আর সেটাতে বম থাকে তবে বমটি ফেটে যাবে আর গেম ওভার হয়ে যাবে। achieved score আর highscore দেখতে পাবেন। গেমপ্রিয় যারা আছেন তারা গেমটি খেলতে চাইলে বটটি try করে দেখতে পারেন। আমার কাছে গেমটি মজার লেগেছে। আপনি নিজে বা আপনার বন্ধুদের সাথে খেলতে পারেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

4) 🔥Bot Name : Telegram Email

🔥Bot username : @etlgr_bot

এই বটের কাজ হচ্ছে temporary mail generate করা। তবে এখানে আপনারা নিজেদের ইচ্ছামতো নাম দিয়ে email generate করতে পারবেন। এই বটটিকে লিস্টে রাখার কারন হচ্ছে এ বটে এক্সট্রা কিছু ফিচার আছে যা অন্য temporary mail এর বটগুলোতে আমি পাইনি। আপনারা চাইলে এই বট থেকেই যে কাউকে email send করতে পারবেন। আপনারা custom name দিয়ে email generate করতে পারবেন। /addresses কমান্ড দিয়ে সে গুলোর লিস্টও পেয়ে যাবেন। এছাড়াও সেগুলো ডিলিটও করতে পারবেন। এ ফিচারগুলোর কারনে আমি এই বটটি লিস্টে রাখছি। আশা করি কারো না কারো উপকারে অবশ্যই আসবে। উপকারে আসলে অবশ্যই জানাবেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

3) 🔥Bot Name : Strawberry Logic

🔥Bot username : @StrawberryLogicBot

এটিও একটি গেম বট। তবে এই গেমটি আপনার বটের সাথে খেলতে হবে। গেমটি সবসময় একইভাবে কাজ করবে না বা সবসময় একই রেজাল্ট দিবে না। গেমটি সম্পর্কে বলি। আপনাকে ৪৩ টি স্ট্রবেরি দেওয়া হবে। এখান থেকে আপনি ৩,২,১ করে স্ট্রবেরি নিবেন। তার সাথে বটও নিবে। শেষে যার স্ট্রবেরি আগে শেষ হয়ে যাবে সে হেরে যাবে। গেমটি খুব সহজ মনে হলেও আপনাকে একটু বুদ্ধি খরচ করে গেমটি খেলতে হবে। বিশেষ করে একটু হিসাব করে অংক করেই গেমটি খেলতে হয়। আমার কাছে মজারই লেগেছে। আশা করি কারো না কারো অবশ্যই ভালো লাগবে। টেলিগ্রাম গেমগুলো সাধারনত এমন সাধারনই হয়। তাই বেশি কিছু expect করাটা বোকামি।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

 

2) 🔥Bot Name : Map bot

🔥Bot username : @openmap_bot

এই বটটি আপনাদের Satellite ও street map দেখাবে। google maps এর alternative হিসেবে এটি ব্যবহার করতে পারেন। যাদের প্রতিনিয়ত map প্রয়োজন হয় তারা এটি ব্যবহার করতে পারেন। বটটি start করে আপনি পৃথিবীর যে স্থানের map টি চাচ্ছেন সে জায়গাটার নাম লিখুন। আপনার এলাকার নামও লিখতে পারেন। কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে বটটি map এর স্ক্রিনশট দেয়। যা আপনারা সেভ করে রাখতে পারেন। কোনো জায়গায় যেতে হলে সেটি ব্যবহার করতে পারেন যেখানে আপনার wifi কাজ করবে না আর ডেটা না থাকলেও এক্ষেত্রে সে সমস্যার সমাধান হিসেবে এটি কাজ করবে। এছাড়াও আপনারা বটে zoom in ও zoom out করতে পারবেন map এর মধ্যে। toggle marker টি remove ও করতে পারবেন। এছাড়াও map টি Satellite ও Street দুইভাবেই আপনারা view করতে পারবেন। অনেকের কাছেই কাজের লাগতে পারে তাই লিস্টে এড করেছি।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

1) 🔥Bot Name : Acknow Bot

🔥Bot username : @acknobot

আপনারা অবশ্যই Shazam এর নাম শুনেছেন। এই বট সেই shazam এর কাজটিই করে। তবে এর থেকে একটু বেশি মানে এক্সট্রা কিছু ফিচার আছে এই বটে। আপনি চাইলে যেকোনো গান এর নাম দিয়ে সার্চ করে সে গানের অডিও ডাউনলোড করতে পারবেন। ১-২ টা রেজাল্ট দেখাবে না। অনেকগুলো রেজাল্ট আপনাকে দেখাবে। যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নিবেন। এছাড়াও shazam এর ফিচারটি যেভাবে কাজ করে সেটি বলছি। আপনি যেকোনো গানের অডিওটি বা সে অডিওর কিছু অংশ এই বটকে পাঠাবেন এবং বট সেটি recognise করে আপনাকে সে গান সম্পর্কে বিস্তারিত জানাবে shazam এর মতো। আমার কাছে ভালো লেগেছে কারন আমার অনেকটা সময়ই বেচে গিয়েছে এই বটের কারনে কারো না কারো ভালো লাগবে বলে আশা করছি। ভালো লাগলে জানবেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-১০) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-10) appeared first on Trickbd.com.

আপনার মোবাইলে গোপনে কোন App ( যা আপনি প্রতিদিন ব্যবহার করেন ) Tracker বসিয়ে আপনার উপর ২৪ ঘন্টা নজরদারী করছে কি না তা জেনে নিন!

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমি এই আর্টিকেলে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সম্পর্কে জানা সবারই জরুরি। প্রযুক্তির এই যুগে আমরা একদিনও মোবাইল ছাড়া চলতে পারি না। সারাদিন Social Media Apps, Browsers, Document Apps, Launchers, Productive Apps ইত্যাদি কত কত App ব্যবহার করি। আমি আমার এক পোস্টে গুগলের নজরদারী সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। সেখানে প্রমানসহ দেখিয়েছিলাম কিভাবে গুগল আপনার সকল ইনফরমেশন তাদের ডেটাবেসে রেখে দিচ্ছে আর আপনার উপর ২৪ ঘন্টা নজরদারী করছে। আপনার ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যতবারই আপনি গুগলের কোনো সার্ভিস ব্যবহার করছেন তখনই গুগল সে ডেটা তাদের ক্লাউডে জমা করছে। কিন্তু শুধু কি গুগলই এই কাজ করে?
অন্য কোনো App কি এই কাজ করে না? যেমনঃ Facebook, Whatsapp এর মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো?
শুধু কি সোশ্যাল মিডিয়া? আপনি এখন যে ব্রাউজারটি দিয়ে এই পোস্টটি পড়ছেন সে ব্রাউজারটি কি আদৌ Safe?

যারা আমার আগের পোস্টগুলো দেখেছেন তারা জানেনই আমি বেশিরভাগই Apps Review নিয়ে পোস্ট দিই। তাহলে আমি যে সারাদিন এত এত Apps ব্যবহার করি Test করি আমিই কেন এই কথা বলছি? বলার পিছনে কারন একটাই। Privacy. জ্বি আপনি ঠিকই শুনেছেন। প্রযুক্তির এই দুনিয়ায় যতক্ষন আপনি প্রযুক্তির সাথে Connected আছেন ততক্ষন আপনার Privacy যে Private আছে সেটার নিশ্চয়তা কে দিতে পারবে? আপনি নিজে? নাকি বিশ্বস্ত কোনো বিশ্বাসঘাতক?

আমি আবারো বলছি, Privacy নিয়ে একটা দ্বন্দ আর তর্ক যতদিন পর্যন্ত পৃথিবী ইন্টারনেটের দুনিয়ার সাথে Connected আছে ততদিন পর্যন্ত থেকেই যাবে। কেননা দিনের পর দিন ইন্টারনেট ও প্রযুক্তি দুটিই যত উন্নত হচ্ছে ততই মানুষের Privacy নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। আজ আমি এই পোস্টে এমনই Privacy নিয়ে প্রশ্ন তোলার একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তার আগে সমস্যার কথাটা জেনে নেওয়া যাক।

সমস্যাটার নাম হচ্ছে Trackers. আপনার ফোনে থাকা বিভিন্ন Apps এর মধ্যে কোন App টি আপনার ফোনের সকল তথ্য Collect করছে ২৪ ঘন্টা আপনার অজান্তেই, কিংবা আপনার ফোনে সেসকল Apps এর কি কি Permission যা আপনি নিজের অজান্তেই Allow করে দিয়েছেন নয়তোবা সে Apps গুলো নিজেরাই সেই Permission গুলো Allow করে নিয়েছে যা সম্পর্কে আপনার ধারনাও নেই এসব সম্পর্কে আপনাকে ধারনা দেওয়ার চেষ্টা করবো এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করবো এই পোস্টটির মাধ্যমে।

যেসব সমস্যার কথা বললাম সেগুলো দেখা ও সমাধানের পথ আবার একটি App এর মাধ্যমেই। দাড়ান, গালি দিতে আসবেন না। আগে পুরোটা পড়ুন তারপর উলটা পালটা কথা বলতে আসুন। আপনি জিজ্ঞাসা করতেই পারেন, ভাই আপনি App থেকে বাচতে আবার App ই সাজেস্ট করছেন এটা কেমন কথা?
আমি যে App টির কথা বলছি সেটি একটি Open source App. আমি Gitlab এর লিংক দিয়ে দিবো আপনারা নিজেরা চেক করে নিয়েন।

এখন মূল কথায় আসি। এই App টির কাজ হচ্ছে আপনার ফোনে থাকা Apps গুলোর মধ্যে কোন App গুলো আপনার অজান্তেই আপনার সকল কাজকর্ম Monitor করছে, আপনার কাজগুলোকে Track করছে কিংবা কি কি Permission নিয়েছে আপনার ফোন থেকে সব এই একটি App এর মাধ্যমেই দেখতে পারবেন। আর এর সাথে যদি আপনার কোনোটি নিয়ে সন্দেহ হয় তবে সেই সন্দেহটি আপনি এই App এর মাধ্যমেই দূর করতে পারবেন।

প্রথমেই App টির নাম ও লিংক দিয়ে দিই।

🔥 App Name : Warden

🔥 App link : https://gitlab.com/AuroraOSS/AppWarden

🔥 App link : Apkmirror

এবার আসি এই App টির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন।
প্রথমেই আপনি App টিতে ঢুকে Scan করবেন সকল App যেগুলো আপনার ফোনে আছে। এরপর Scan শেষ হলে সবগুলো App এর Result আপনারা দেখতে পাবেন একটি Chart আকারে। এখানে কোন কোন Application কতটুকু পরিমানে কি কি Track করছে তার Full Details আপনারা পেয়ে যাবেন। এরপর দেখতে পারবেন কি কি Permission এর Access সে App গুলো নিয়েছে আর কি কি permission নেয়নি। এখান থেকে আপনি চাইলে সন্দেহজনক কোনো Permission disable করে দিতে পারবেন।
প্রধান কাজটি হচ্ছে কোন কোন App Tracker বসিয়ে রেখেছে সেগুলো Monitor করতে পারা। App টি যা যা Monitor করতে পারবে তা হচ্ছেঃ

১) Activities
২) Providers
৩) Services
৪) Receivers
৫) Permissions

এছাড়াও কোন App কখন বা কোন দিন আপনি ইন্সটল করেছিলেন এগুলোও দেখতে পারবেন। এরপর আপনার ফোনে যদি কোনো App Hide করা থাকে যা সম্পর্কে আপনি জানেন না সেটাও দেখতে পারবেন। আপনি চাইলে System Apps গুলোও দেখতে পারবেন যে কোনো  সন্দেহভাজন App আছে কি না।

যা যা বললাম তার স্ক্রিনশট নিচে দিয়ে দিচ্ছিঃ

আমি Scan করার পর নিজেও shocked হয়ে গিয়েছিলাম প্রথমবার। বিশ্বাস হয়নি আমারও। তারপর নিজে নিজে সবকিছু এক এক করে চেক করলাম। এরপর বিশ্নাস হলো। Telegram, Puffin, Shazam এর মতো App গুলো Tracker Result এ এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু বিভিন্ন জায়গায় সেটা ইউটিউব বলেন কিংবা গুগল সব জায়গাতেই খুজে দেখেছি এবং হ্যাঁ আমি প্রমান পেয়েছি। এখন আপনি আমাকে এটা বলতে পারেন, তাহলে ভাই আমি কি এসব Apps ব্যবহার করা বন্ধ করে দিবো?
আমি বলবো বন্ধ করার প্রয়োজন নেই। কারন Telegram এর মতো App যা আমাদের নিত্যদিনের সঙ্গী এবং আমাদের এত কাজে আসে যার উপকার ব্যাখ্যা করা অসম্ভব সেগুলো একেবারে ব্যবহার করা বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত মনে করছি না। কারন আমি নিজেই প্রতিদিন Telegram অনেকটা সময় ধরে ব্যবহার করি। আপনারা ঐসব Permission গুলো Disable করে দিবেন যেগুলো আপনার খুব একটা লাগে না। যেমনঃ Microphone। সবাই কিন্তু Telegram এ voice message পাঠায় না। তাই আপনি চাইলে এই Permission টা disable করে রাখতে পারেন যদি না আপনার খুব একটা দরকার হয়। আমি শুধু বলছি সাবধানতা অবলম্বন করতে যদি আপনার নিজের Privacy নিয়ে একটুও চিন্তা থাকে।
দেখুন, আমরা এসব Apps এর সাথে প্রতিনিয়তই এত দৃঢ়ভাবে জড়িয়ে যাচ্ছি যে এগুলো থেকে বের হওয়া প্রায় অসম্ভব। উদাহারনস্বরুপঃ TikTok, Likee, Facebook, Messenger, Imo, Whatsapp যে App গুলো কয়েকবছর আগেও মানুষ অবহেলার চোখে দেখতো সেগুলো ছাড়া এখন তারা চলতেই পারে না। কয়েক বছর আগেও যখন স্কুলে বা কলেজের ক্লাসে মোবাইল নেওয়া Allowed ছিল না, শিক্ষকদের সামনে মোবাইল বা ফেসবুকের নাম উচ্চারন করাটাই ছিল বড় এক অন্যায় সেখানে বর্তমানে সবাই ফেসবুকের মাধ্যমে একে অন্যের সাথে প্রতিনিয়তই যোগাযোগ রাখছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রযুক্তি যতই উন্নত হচ্ছে ততই আমাদের প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপখাইয়ে নিতে হচ্ছে। তাই দিনশেষে আপনি নিজেকে যতই এসব Apps থেকে দূরে রাখার চেষ্টা করুন না কেন, আপনার আশেপাশের মানুষ সেগুলো ব্যবহার করছে এবং তাদের সাথে যোগাযোগ রাখতেই হোক বা যে কারনেই হোক আপনাকে এসব App ব্যবহার করতে হবেই। কারন দুনিয়া যে দিকে চলছে আপনাকেও সে দিকেই চলতে হবে। এ যুগটাই এমন। আর ভবিষ্যতে কি হয় তা মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না।

তাই সাবধানতা অবলম্বন করার জন্যেই এই আর্টিকেলটি লিখা।
ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই কারন আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post আপনার মোবাইলে গোপনে কোন App ( যা আপনি প্রতিদিন ব্যবহার করেন ) Tracker বসিয়ে আপনার উপর ২৪ ঘন্টা নজরদারী করছে কি না তা জেনে নিন! appeared first on Trickbd.com.

(পর্ব-১১) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-11)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

5) 🔥 Bot name : Good Read Quotes Bot

🔥 Bot username : @GoodQuoteBot

এই বটের কাজ হচ্ছে বিভিন্ন উক্তি নিয়ে যা মনিষি থেকে শুরু করে মহৎ মহৎ মানুষ বা কোনো বইয়ের লেখক ইত্যাদি সফল মানুষরা বলে গেছেন। আপনি যদি কাউকে একটি উক্তি পাঠাতে চান তবে আপনাকে সেটি সম্পূর্ণ টাইপ করতে হবে না যদি আপনি এই বট ব্যবহার করেন। এছাড়াও সেই উক্তিটির ছোট অংশটির বদলে সে উক্তি নিয়ে সম্পূর্ণ লেখাটিও এই বটের সাহায্যে পেয়ে যাবেন।
বটটি ব্যবহার করতে হলে আপনাকে যেকোনো ইনবক্সে গিয়ে @GoodQuoteBot লিখে একটি space দিয়ে যেকোনো quote এর কোনো অংশ বা একটি word ও আপনার যদি মনে থাকে তবে সেটি টাইপ করবেন এবং ঐ  রিলেটেড সব উক্তি পেয়ে যাবেন। এছাড়াও এই বটের সাহায্যে আপনারা motivational/quote/inspirational ছবিগুলোও পাবেন। randomly পেতে চাইলে /inspire কমান্ডটি দিবেন আর সাথে সাথে বটটি আপনাকে motivational/quote/inspirational রিলেটেড randomly picture পাঠাবে। এছাড়াও আপনারা চাইলে কোনো motivational speech বা voice ও পেতে পারেন এই বটের সাহায্যে। আপনাকে শুধু /quote কমান্ডটি দিতে হবে। আর সাথে সাথে একটি voice বা quote পেয়ে যাবেন।
আশা করি বটটি ভালো লেগেছে। ভালো না লাগলে কোনো সমস্যা নেই।
আমি জানি এ নিয়ে আমি এর আগেও একটি বট দিয়েছি। তবে সেটির বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন কেননা সেটি কাজ না করলে এটি ব্যবহার করতে পারবেন।

প্রমানসহ স্ক্রিনশট দিয়ে দিলামঃ

4) 🔥Bot Name : ALL IN ONE PDF BOT

🔥Bot username : @aio_pdfbot

এই বটটির কাজ হচ্ছে ছবি থেকে পিডিএফ তৈরি করা। এই বটের যে ফিচারটি আমার কাছে ভালো লেগেছে তা হচ্ছে আপনি চাইলে যতগুলো ছবি ইচ্ছা একসাথে করে সেগুলোর পিডিএফ তৈরি করতে পারবেন। এর জন্যে আপনাকে আলাদা কোনো পিডিএফ তৈরির এপ্লিকেশন ব্যবহার করতে হচ্ছে না। শুধু মাত্র একটি বটের মাধ্যমেই শুধু একটি কমান্ড দিয়েই আপনার কাজটি করতে পারছেন। কোনো এক্সট্রা স্পেস দিতে হচ্ছে না কোনো এপ্লিকেশনের জন্য। এছাড়া সে এপ্লিকেশনগুলোতে যে এড দেখায় তার বিষয় তো আলাদা।
বটটি ব্যবহার করতে প্রথমে /start command দিয়ে বটটি চালু করুন। এরপর Menu তে যান নয়তো /make command টি দিন যদি আপনি ছবি থেকে পিডিএফ তৈরি করতে চান। এরপর যতগুলো ছবি দিয়ে আপনি পিডিএফ বানাতে চাচ্ছেন সবগুলো এক এক করে সিলেক্ট করে তারপর সেন্ড করুন। এরপর বট নিজে নিজে আপনার জন্য পিডিএফটি তৈরি করে দিবে। এছাড়াও আপনারা এই বটের মাধ্যমে merge করতে পারবেন। extract ও করতে পারবেন। তার সাথে encrypt ও decrypt করতে পারবেন। এছাড়াও rotate ও করতে পারবেন।
কাজের একটি বট। যারা পিডিএফ তৈরি করতে চান ছবি থেকে তাদের কাজে দিবে বলে আশা করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আমি জানি এ নিয়ে আমি এর আগেও একটি বট দিয়েছি। তবে সেটির বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন কেননা সেটি কাজ না করলে এটি ব্যবহার করতে পারবেন।

প্রমানসহ স্ক্রিনশট দিয়ে দিলামঃ

3) 🔥Bot name : Easy Converter

🔥Bot username : @easy_converter_bot

এই বটটির কাজ হচ্ছে মার্কেটে লিস্টেট বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি গুলোর বর্তমান Price rate সম্পর্কে আপনাকে বলা। এখানে বর্তমানে যেসব ক্রিপ্টো কারেন্সির বর্তমান দাম সম্পর্কে জানতে পারবেন তার একটি লিস্ট আমি দিয়ে দিচ্ছিঃ

1) btc
2) bch
3) eth
4) ada
5) xrp
6) ltc
7) xmr
8) trx
9) dsh
10) zec
11) xdg

ভবিষ্যতে আরো Add করা হবে হয়তোবা। আপনি প্রতিদিন যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চান সেটির কমান্ডটি দিবেন বট সেটির প্রাইস আপনাকে দেখাবে। যেমন আমি যদি /btc কমান্ডটি দিই তবে বট আমাকে বিটকয়েনের দাম দেখাবে। আপনারা চাইলে এই বটটিকে আপনাদের গ্রুপেও এড করে রাখতে পারবেন। যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন বা ধারনা রাখেন কিংবা রাখতে চান তাদের ক্ষেত্রে এ বটটি সাহায্য করবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

প্রমানসহ স্ক্রিনশট দিয়ে দিলামঃ

2) 🔥 Bot name : File

🔥Bot username : @filebot

এই বটের কাজ হচ্ছে যেকোনো ফাইলের ডিরেক্ট ডাউনলোড লিংক তৈরি করা। আমি জানি এ নিয়ে আমি এর আগেও একটি বট দিয়েছি। তবে সেটির বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন কেননা সেটি কাজ না করলে এটি ব্যবহার করতে পারবেন।
যাই হোক, এ বট এর মাধ্যমে আপনারা যেসব লিংক তৈরি করতে পারবেন তার একটি লিস্ট দিচ্ছি দেখে নিনঃ

1) skylink (siasky)
2) Nekofile
3) file.io
4) gofile.io
5) anonfiles.com
6) telegra.ph

আমি চেক করে দেখেছি কাজ করে। এই জন্যেই বটটি লিস্টে রেখেছি। আপনি শুধু যে ফাইলটির ডাউনলোড লিংক তৈরি করতে চাচ্ছেন সেটি এই বটের কাছে পাঠাবেন। বট সেই ফাইলটির নতুন একটি ডাউনলোড লিঙ্ক তৈরি করে ফেলবে এবং আপনি সে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সেই ফাইলটিকে অ্যাক্সেস করতে পারবেন। এরপর আপনি চাইলে সে লিংকটি যে কাউকে পাঠাতে পারবেন এবং সেও সেই ফাইলটির ডাউনলোড লিংক অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও বটটি সেই ফাইলটির যত রকমের ইনফরমেশন আছে সেগুলো আপনাকে দেখাবে। যেমন আমি যদি কোন একটি ছবি পাঠাই তবে আমাকে সে ছবিটির রেসোলিউশন এবং সে ছবিটির সাইজসহ যাবতীয় সবকিছুই পাঠাবে। আমার কাছে বটটি অনেক হেল্পফুল মনে হয়েছে। তাই আশা করছি এটি কারো না কারো সাহায্য করবে। ভালো লাগলে জানাবেন।

প্রমানসহ স্ক্রিনশট দিয়ে দিলামঃ

1) 🔥 Bot name : Torrent Search

🔥 Bot username : @FDTorrentSearchBot

যারা প্রতিদিনই Torrent ব্যবহার করেন বা যারা ব্যবহার করতে চান তাদের জন্যে এই বটটি। এই বটটির কাজ হচ্ছে torrent search করা এবং magnet link provide করা। এই বটটিকে ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে /start কমান্ড দিয়ে বটটিকে শুরু করতে হবে। এরপর আপনি যে file এর torrent search করতে চান তার নামটি লিখে বটকে সেন্ড করুন। এরপর বট আপনাকে সে নাম related যত torrent আছে আপনাকে পাঠিয়ে দিবে। যেমনঃ আমি spiderman no way home এর নাম দিয়ে search দিলাম আর বট সে রিলেটেড সকল টরেন্ট দিয়ে দিলো। magnet link ছাড়াও অন্যান্য লিংকও দিয়ে দিবে। আশা করছি কারো না কারো কাজে দিবে। আমার কাজে লেগেছে তাই জানালাম। উপকারে আসলে অবশ্যই জানাবেন।

প্রমানসহ স্ক্রিনশট দিয়ে দিলামঃ

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post (পর্ব-১১) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-11) appeared first on Trickbd.com.

আপনার টাকাপয়সা ম্যানেজ করুন একটি App এর সাহায্যে

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টে আমি কথা বলবো এমন একটি App এর কথা যার মাধ্যমে আপনারা আপনাদের টাকা পয়সা related যাবতীয় যত হিসাব আছে সব একসাথে ম্যানেজ করতে পারবেন। সবকিছুই বিস্তারিত বলছি। ধৈর্য্য ধরে পড়বেন। না পড়ে কমেন্ট করবেন না।

🔥 App name : Money pro

🔥 App link : https://an1.com/file_1028-dw.html

যে সব expense মানে ব্যয় সম্পর্কিত Category এই App এ দেওয়া আছে সেগুলো নিয়ে প্রথমে বলছি।

1) Bills

2) Car

3) Clothes

4) Communications

5) eating out

6) entertainment

7) food

8) gifts

9) health

10) house

11) pets

12) sports

13) taxi

14) toiletry

15) transport

এছাড়াও আপনারা income related যেসব কাজগুলো এখানে রাখতে পারবেন সেগুলো হলোঃ

1) deposits

2) salary

3) savings

এছাড়াও আপনারা আপনাদের cash ও payment card সম্পর্কিত account সংরক্ষন ও transfer সম্পর্কিত লেনদেন এখানে রাখতে পারবেন।

এছাড়াও এখানে পৃথিবীর প্রত্যেকটি দেশের currency সম্পর্কীত তথ্যও এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন তথ্যের উপর নোট এড করতে পারবেন। টাকা পয়সা সম্পর্কীত যা যা এখানে সেভ করবেন সে সম্পর্কে আপনার যা যা তথ্য রাখার সেসব নোট আকারে সাথে এড করে রাখতে পারবেন। এছাড়াও এখানে budget mode ও carry mode ও রয়েছে।

আপনার কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, কোথা থেকে ইনকাম হচ্ছে, কোথায় কোথায় ব্যয় হচ্ছে, কত টাকা খরচ হলো, কত টাকা আয় হলো সব একসাথে এখানে তথ্য সংরক্ষন করতে পারবেন।

আপনি যদি না চান কেউ এসব তথ্য দেখতে পাক সে ক্ষেত্রে আপনি passcode lock ও করে রাখতে পারবেন। এছাড়াও সকল তথ্য একটি file এ export করে রাখতে পারবেন। তথ্যগুলো backup করে রাখতে পারবেন ক্লাউড স্টোরেজে বা আপনার মেমোরি কার্ডে। আর সেগুলো Restore ও করতে পারবেন।

আপনি ইচ্ছা করলে সম্পূর্ণ ডেটাবেসটি ডিলিটও করে দিতে পারবেন।

APP টির কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে কিছু কথা বলবো। আপনারা অনেকেই সম্পূর্ণ পোস্ট না পড়ে কমেন্ট করেন। এ বিষয়টি দেখতে খারাপ লাগে। এত কষ্ট করে পোস্ট লিখার পরেও যদি এসব কমেন্ট দেখতে হয় তখন আর লিখার ইচ্ছাটা থাকে না। চলে যায়। এই কারনে আমি আমার প্রতিটি পোস্টে বলি নেগেটিভ কমেন্ট না করতে। আমি কোনো জিনিস নিজে যাচাই না করে পোস্ট করি না। আগে নিজে পরীক্ষা করি। যাচাই বাছাই করি এবং কারো যেন উপকারে আসে সে বিষয়ে চিন্তা করে তারপর পোস্ট লিখি। আমি আবার শেষে বলেও দিই যে সবারই যে উপকারে আসবে এমনটাও না। অনেকের আসবে আবার অনেকের আসবে না। যে যেটা যেভাবে ব্যবহার করতে পারবে আর যে কাজে লাগবে সেটার উপরই নির্ভর করবে যে সে জিনিসটি কাজের কি না। যাই হোক, এই App টি কারো না কারো কাজে দিবে বলে আশা করে পোস্টটি লিখেছি। যদি কাজে লাগে তবে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…

The post আপনার টাকাপয়সা ম্যানেজ করুন একটি App এর সাহায্যে appeared first on Trickbd.com.

(পর্ব-১২) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-12)

$
0
0

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

5) 🔥 Bot name : Message Counter Bot

🔥 Bot username : @MessagesCounterBot

এই বটের কাজ হচ্ছে আপনার গ্রুপে কতগুলো মেসেজ বিভিন্ন মেম্বাররা দিয়েছে সেগুলো show করানো। অনেকেই এমন বট খুজেন তাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ পরিচালনা করার জন্য। তাদের জন্যেই এই বটটি লিস্টে রেখেছি। আমার নিজের কোনো টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল না থাকায় আপনাদের দেখিয়ে দিতে পারলাম না। আপনারা নিজেরা try করে জানবেন বটটা আসলেই কাজের নাকি। এছাড়া এই বট সম্পর্কে বলার তেমন কিছুই নেই। বাকীটা আপনারা নিজেরা দেখে নিন।

 

4) 🔥 Bot name : Instagram Downloader

🔥 Bot username : @ig_dbot

নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন এ বটের কাজ কি। হ্যাঁ, এই বটের কাজ হচ্ছে ইন্সটাগ্রাম থেকে ভিডিও কিংবা ছবি ডাউনলোড করা। তবে এক্ষেত্রে এই বটের কিছু এক্সট্রা স্পেশাল ফিচারস আছে।
এই বটের মাধ্যমে আপনারা যেকোনো ইন্সটাগ্রাম পেজ এর সম্পূর্ণ Story ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে শুধু বটকে পেজের username টা সেন্ড করতে হবে।এছাড়াও IGTV থেকেও ডাউনলোড করার সুবিধা থাকছে। কিন্তু তার একটি লিমিট আছে আর তা হচ্ছে ৫০০ এম্বি পর্যন্ত। তবে এই সমস্যারও সমাধান আছে। আপনি multiple বা অনেকগুলো টেলিগ্রাম একাউন্ট খুলে রাখতে পারেন। আর সেগুলো থেকে একটার লিমিট শেষ হলে অন্যটা দিয়ে ডাউনলোড করতে পারেন। এভাবে লিমিটের ঝামেলাটা থেকে মুক্তি পেতে পারেন। আশা করি বটটা অনেকেরই কাজে দিবে। যদি উপকারে আসে তবে অবশ্যই জানাতে ভুলবেন না।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ

3) 🔥 Bot name : What’s The Song Bot

🔥 Bot username : @WTSong_Bot

এই বটের কাজ হচ্ছে Shazam এর মতো। হ্যাঁ, আমি জানি এ নিয়ে Already একটি বট আমি পূর্বের একটি আর্টিকেলেই দিয়ে দিয়েছি। কিন্তু এই বটটি ঐ আগের বটটির থেকে বেশি ভালো মনে হয়েছে। তাই এই বটটি লিস্টে রেখেছি। আর যারা পূর্বের পোস্টটি দেখেনি তাদেরও কাজে দিতে পারে।
বটটিকে চালু করতে /start command দিন। এরপর আপনি যে গানটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি এই বটকে পাঠান। এরপর বট আপনাকে সে গানের নাম, Artist এর নাম, Album এর নাম, Label, কবে release হয়েছে সব জানতে পারবেন। এছাড়াও shazam এর মতো source সম্পর্কেও জানতে পারবেন। কাজের লেগেছে বলে শেয়ার করছি। কারো না কারো উপকারে অবশ্যই আসবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ

2) 🔥 Bot name : Voice Remover Bot

🔥 Bot username : @voice_remover_bot

এই বটের কাজ হচ্ছে গান থেকে Voice Remove করা। তবে স্পেশালিটিও আছে একটা। এই বট গানের instrument ও voice দুটিই আলাদা করে আর দুটিরই আলাদা ফাইল পাঠিয়ে দেয়।
বটটিকে চালু করতে /start কমান্ড দিন। এরপর আপনি যে অডিও ফাইল থেকে voice remove করতে চান সে ফাইলটি বটকে সেন্ড করুন। এরপর বট সেই ফাইলটি থেকে voice remove করা audio file টি এবং removed audio file বা instrumental song টি সহ দুটি ফাইলই আপনাকে পাঠিয়ে দিবে।
মূলত এটিই হচ্ছে বটের কাজ। অনেকেই এমন বট খুজেন। আমি নিজেও অনেক খোজাখুজির পর পেয়েছি। আশা করছি অনেকেরই কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাবেন। অনেকেই হয়তো তাদের পছন্দের গানের vocal বা instrument দুটিকে আলাদা করে শুনতে চান। তাদের কাছে এই বটটি অনেক কাজের মনে হবে বলেই লিস্টে বটটিকে রেখেছি।

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ

1) 🔥 Bot name : Download IT

🔥 Bot username : @download_it_bot

এই বটের কাজ হচ্ছে media download করা। সেটা Facebook, Youtube, Instagram, Tiktok ইত্যাদি যেখান থেকেই হোক না কেন। আপনি ইন্টারনেটের যেকোনো ওয়েবসাইট বা App থেকে media download করতে পারবেন। ফাইলগুলো বিভিন্ন ফরমেট যেমনঃ 144p, 240p, 360p, 480p, 720p, 1080p যেসব ফরমেট ফাইলটি সাপোর্ট করে প্রত্যেকটি ফরমেটেই ফাইল ডাউনলোড করতে পারবেন। মানে এক কথায় আপনি যদি youtube,facebook, Instagram ইত্যাদি থেকে ডাউনলোডের এর জন্য আলাদা আলাদা বট ব্যবহার করে থাকেন তবে এখন থেকে আপনাকে আর সেটা করতে হবে না। এই একটি বটের সাহায্যেই সব কাজ করতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে প্রতিদিনের একটি লিমিট আছে। সেটা হচ্ছে ১ জিবির। মানে আপনি প্রতিদিন ১ জিবির বেশি ডাউনলোড করতে পারবেন না। তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। এর সমাধান হচ্ছে আপনি একসাথে অনেকগুলো টেলিগ্রাম একাউন্ট খুলে রাখুন। একটার লিমিট শেষ হলে অন্যটা দিয়ে আবার শুরু করবেন ডাউনলোডিং।
আশা করছি এটা বেশিরভাগ মানুষেরই কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাতে ভুলবেন না।

 

স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটিরঃ

 

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

 

The post (পর্ব-১২) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-12) appeared first on Trickbd.com.

Viewing all 601 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>